যশোর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন

খেলাধুলা জাতীয়

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ উৎসব মুখর পরিবেশে চলছে। যশোর জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে বুধবার সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।

চলবে বিকাল ৪ টা পর্যন্ত। নির্বাচনে ২১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মুহম্মদ আবুল লাইস।

নির্বাচনে মল্লিক-সালেক-কবির পরিষদ ও মোকছেদ শফী-সরু চৌধুরী- আসাদুজ্জামান মিঠু পরিষদ। ২৭টি পদের বিপরীতে দুই প্যানেলের ৫৪ জন প্রতিদ্বন্দিতা করছেন।

তবে প্রচার-প্রচারনায় এগিয়ে থাকায় বিজয়ের পথে রয়েছেন মল্লিক-সালেক-কবির পরিষদ। মল্লিক-সালেক-কবির পরিষদের প্যানেলে সহসভাপতি প্রার্থী অ্যাড. সফিউর রহমান মল্লিক, এজেডএম সালেক, আখিরুজ্জামান সান্টু, আনিসুজ্জামান পিন্টু, সাধারণ সম্পাদক প্রার্থী ইয়াকুব কবীর, অতিরিক্ত সাধারণ সম্পাদক প্রার্থী এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, যুগ্ম-সম্পাদক প্রার্থী এবিএম আখতারুজ্জামান ও শহীদ আহমেদ, কোষাধ্যক্ষ প্রার্থী সোহেল মাসুদ হাসান টিটো, নির্বাহী সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোস্তাক, এহসানুল হক সুমন, অ্যাড. নজরুল ইসলাম,

আমিনুল ইসলাম, হিমাদ্রি সাহা মনি, শেখ শামস্ বারী শিমুল, ইউসুফ হাসান, আজগার আলী খান টিটো, খায়রুজ্জামান বাবু, মাহমুদ রিবন, রায়হান সিদ্দিকী প্রবাল, এনাম মাহমুদ খান, সোহেল আল মামুন নিশাদ, শিমুল বিশ্বাস শিমু, উপজেলা ক্রীড়া সংস্থার সংরক্ষিত পদে এসএম মাহমুদ হাসান বিপু, জুলহাস উদ্দিন এবং সংরক্ষিত মহিলা সদস্য মিনারা খন্দকার ও সায়েদা বানু শিল্পী প্রতিদ্বন্দিতা করছেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *