বিশ্বকাপে আকরামের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন

খেলাধুলা

স্বদেশ বাণী ডেস্ক: ওয়াসিম আকরামের বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনলেন সাবেক পাকিস্তানি ওপেনার আমির সোহেল। ১৯৯২ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর পাকিস্তান আর বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেনি। এর জন্য সোহেল দায়ী করেছেন আকরামকে। সাবেক বাঁ-হাতি ওপেনারের এহেন অভিযোগের পর আকরাম জানিয়েছেন, এই ধরনের মন্তব্যে তিনি ব্যথিত।

সোহেল এর আগেও আকরামকে বিঁধেছিলেন। ১৯৯৬ বিশ্বকাপে ভারতের কাছে হারের পরে সাবেক বাঁ-হাতি ওপেনার জানিয়েছিলেন, টস করতে যাওয়ার আগে আকরাম এসে তাঁকে বলেছিলেন, ভারত-পাকিস্তান ম্যাচে নামতে পারবেন না তিনি।

বেঙ্গালুরুর সেই কোয়ার্টার ফাইনালের পরে কেটে গিয়েছে অনেক বছর। দুই ক্রিকেটারই অবসর নিয়েছেন। আকরামের উপরে ক্ষোভ এখনও কমেনি সোহেলের। স¤প্রতি তিনি বলেছেন, ‘১৯৯২ সালের বিশ্বকাপ বাদ দিলে, ২০০৩ বিশ্বকাপ পর্যন্ত ওয়াসিম আকরামের নেতৃত্ব নিয়ে নাটক হত। ১৯৯৬ সালের বিশ্বকাপের কথাই ধরা যাক। ১৯৯৫ সালে রমিজ রাজাকে ক্যাপ্টেন করা হল। তার আগে সেলিম মালিক ক্যাপ্টেন ছিল। বেশ ভালই নেতৃত্ব দিচ্ছিল দলকে। আরও এক বছর যদি ক্যাপ্টেন হিসেবে থাকত সেলিম মালিক, তাহলে ওয়াসিমকে নেতৃত্বে হয়তো দেখাই যেত না।’

সোহেল আরো বলেন, ‘২০০৩ সালের বিশ্বকাপ পর্যন্ত প্রতিবারই একই ছবি। প্রতিবার বিশ্বকাপের আগে ক্যাপ্টেন সরানো হত আর ওয়াসিমকে ক্যাপ্টেন করে পাঠানো হত বিশ্বকাপে।’

সোহেলের মতে ক্যাপ্টেন্সি নিয়ে এই নাটকের জন্যই পাকিস্তান আর বিশ্বকাপ জিততে পারেনি। সাবেক বাঁ-হাতি ওপেনারের এমন অভিযোগের পরে আকরাম বলেছেন, ‘আমার সম্পর্কে এরকম নেতিবাচক মন্তব্য শুনলে আমি হতাশ হয়ে পড়ি। আমি ১৭ বছর আগে ক্রিকেট ছেড়েছি। কিন্তু নিজেদের স্বার্থের জন্য মানুষ এখনও আমার নামে অভিযোগ করে চলেছে।’

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *