অবসর নেওয়া ধোনির প্রশংসা করায় সাকলাইনকে সতর্ক করল পিসিবি

খেলাধুলা লীড

স্পোর্টস ডেস্ক: আচমকা অবসর নেওয়া ধোনির সঙ্গে এটা ঠিক করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ধোনির অবসরে বিসিসিআই’র ভূমিকায় রীতিমতো হতাশ সাবেক পাকিস্তানি স্পিনার সাকলাইন মুস্তাক।

নিজের ইউটিউব চ্যানেলে সাকলাইন ধোনির প্রশংসার পাশাপাশি বিসিসিআই’র ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দেন। ব্যাপারটা মোটেও ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। সাবেক পাকিস্তান স্পিনারকে সতর্ক করে দিয়েছে পিসিবি।

লাহোরে পিসিবির আন্তর্জাতিক ক্রিকেটারদের হাই পারফরম্যান্স ডেভেলপমেন্ট গ্রুপের প্রধান হিসেবে কাজ করছেন সাকলাইন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ থাকা অবস্থায় ভারতের কোনো ক্রিকেটারের প্রশংসা সহজভাবে মেনে নিতে পারেনি পিসিবি।

সেই কারণে আপাতত মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে সাকলাইনকে। সেইসঙ্গে পাকিস্তানি কোচদের ইউটিউব চ্যানেল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ কোনো কোচ নিজের ইউটিউব চ্যানেলে কোনো ধরনের ভিডিও প্রকাশ করতে পারবে না বলেও জানিয়েছে পিসিবি।

পিসিবির পক্ষ থেকে নাকি আগেই সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের সতর্ক করা হয়েছিল, তারা যেন ভারতীয় ক্রিকেট এবং ক্রিকেটারদের ব্যাপারে কোনো মন্তব্য না করে।

কিন্তু সেই আদেশ ভেঙেছে সাকলাইন। তাই এখন ইউটিউব চ্যানেল ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সূত্র: পূর্বপশ্চিমবিডি।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *