আইপিএল থেকে সরে দাঁড়ালেন মালিঙ্গা

খেলাধুলা লীড

স্পোর্টস ডেস্ক: সুরেশ রায়নার পর লাসিথ মালিঙ্গা। মুম্বাই ইন্ডিয়ান্সের পেসারও সরে গেলেন আইপিএল থেকে। রায়নার মতো তারও সরে যাওয়ার কারণ ‘ব্যক্তিগত’। মালিঙ্গার পরিবর্ত হিসেবে রোহিত শর্মার দলে এসেছেন অস্ট্রেলিয়ার পেসার জেমস প্যাটিনসন।

জানা গেছে, মালিঙ্গার বাবার শরীর ভালো নেই। আগামী কয়েক সপ্তাহের মধ্যে মালিঙ্গার বাবার অস্ত্রোপচার হওয়ার কথা। এই পরিস্থিতিতে বাবার সঙ্গে থাকতে চাইছেন শ্রীলঙ্কার পেসার। আর তাই আগস্টে মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াডের সঙ্গে তিনি আবু ধাবিতে আসেননি।

মনে করা হচ্ছিল যে, আইপিএলের পরের দিকে তিনি হয়তো দলের সঙ্গে যোগ দেবেন। কিন্তু পুরো টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়ালেন মালিঙ্গা।

মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক আকাশ অম্বানী দলের ওয়েবসাইটে বলেন, লাসিথ কিংবদন্তি। ও দলের অন্যতম স্তম্ভ। কোনো সন্দেহ নেই যে, এবারের মৌসুমে আমরা লাসিথকে মিস করব। তবে আমরা জানি যে, এই সময় শ্রীলঙ্কায় পরিবারের সঙ্গে থাকাই তার কাছে জরুরি।

আকাশ একই সঙ্গে স্বাগত জানিয়েছেন প্যাটিনসনকে। মুম্বাই ইন্ডিয়ান্সে এখন পেস ব্যাটারির দায়িত্ব প্রধানত সামলাবেন জশপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট ও প্যাটিনসন। তবে তাতেও মালিঙ্গার অভিজ্ঞতার অভাব অনুভূত হবে।

আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনি। ১২২ ম্যাচে মালিঙ্গার শিকারসংখ্যা ১৭০। গড় ১৯.৮০। সূত্র: পূর্বপশ্চিমবিডি।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *