দীর্ঘ ১৩ বছর পর ইউরোপ ছাড়ছেন গঞ্জালো

খেলাধুলা লীড

স্পোর্টস ডেস্ক: জুভেন্টাস ছাড়ছেন আর্জেন্টাইন ফুটবলার গঞ্জালো হিগুয়েন। তার নতুন গন্তব্য মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি। এর মধ্য দিয়ে ১৩ বছর পর ইউরোপ ছাড়তে যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার রাতে জুভেন্টাস তাদের ওয়েবসাইটে হিগুয়েনের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে।

১৩ বছর আগে ২০০৭ সালে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন হিগুয়েন। ৬ বছরে খেলেছিলেন ১৯০ ম্যাচ। গোল করেছিলেন ১০৭টি। ২০১৩ সালে রিয়াল ছেড়ে যোগ দেন নাপোলিতে। খেলেন ১০৪ ম্যাচ, গোল করেন ৭১টি।

২০১৬ সালে নাপোলি থেকে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন হিগুয়েন। ম্যাচ খেলেছেন ১৪৯টি। গোল করেছেন ৬৬টি। যা তাকে ক্লাবটির সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে। পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়নস লিগে তিনি ষষ্ঠ সর্বোচ্চ গোলদাতাও। অবশ্য জুভেন্টাসে থাকাকালীন ধারে খেলেছিলেন এসি মিলান ও চেলসিতে।

হিগুয়েনের বিদায়ের বিষয়টি নিশ্চিত করে জুভেন্টাস এক বার্তায় লিখেছে, “আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি। অনেক গোল করেছি। অনেক জয় পেয়েছি। অবশেষে গঞ্জালো হিগুয়েন ও জুভেন্টাসের পথ বদলে যাচ্ছে। সমঝোতার মাধ্যমে তার এই বদল হচ্ছে।

এবার বিদায় বলার পালা। সব কিছুর জন্য ধন্যবাদ পিপা। তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। সূত্র: বিডি-প্রতিদিন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *