নামের তালিকায় নেই মেসি, রোনাল্ডো ও নেইমার, সেরা ৩ মনোনীত যারা

খেলাধুলা লীড

স্পোর্টস ডেস্ক: উয়েফা বর্ষসেরার তালিকা মানেই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম। গত ১০ বছর ধরে এমনটাই দেখা গেছে। তবে এবার সেই ধারাবাহিকতায় ছেদ পড়েছে।

বুধবার এবার অনুষ্ঠিত উয়েফা বর্ষসেরার দৌড়ে থাকা তিন ফুটবলারের নাম ঘোষণা করেছে ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডি।

যেখানে নেই মেসি বা রোনাল্ডোর কেউ। শুধু কি তাই, রাখা হয়নি ব্রাজিলিয়ান তারকা নেইমারকে।

গত ১০ বছর ধরে ফুটবলে জাদু দেখানো এই তিন তারকাকে পেছনে ফেলে এবারের উয়েফা বর্ষসেরার জন্য মনোনীত হয়েছেন – বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি, গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার এবং ম্যানসিটির স্ট্রাইকার কেভিন ডি ব্রুইন।

এমন ঘোষণায় অবশ্য বিস্মিত নন ফুটবলপ্রেমীরা। কেননা বুন্দেসলিগা, জার্মান কাপ, চ্যাম্পিয়ন্স লিগ- ২০১৯-২০ মৌসুমে ট্রেবল জিতেছে বায়ার্ন মিউনিখ। যেখানে অসাধারণ সব গোল করেছেন রবার্ট লেওয়ানডস্কি। গত মৌসুমে ক্লাবের হয়ে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ গোল করেছেন এই পোলিশ স্ট্রাইকার।

দলটির গোলরক্ষম ম্যানুয়েল ন্যুয়ার ছিলেন আরও অসাধারণ। বিশ্লেষকদের মতে, দলটির হ্যাটট্রিক ট্রেবল জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল তারই।

তবে সবার ধারণা, অ্যাওয়ার্ডটি রবার্ট লেওয়ানডস্কির ভাগ্যেই জুটবে। চলতি বছর ব্যালন ডি’অর জয়ের দৌড়েও সবার আগে ছিলেন তিনি। তথ্যসূত্র: গোল ডট কম।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *