করোনায় পিছিয়ে যাওয়ায় ২০২১ সালে অলিম্পিক আয়োজনে মরিয়া জাপান

খেলাধুলা লীড

স্পোর্টস ডেস্ক: করোনা মহামারির কারণে পিছিয়ে গেছে ২০২০ টোকিও অলিম্পিক। তবে পরের বছর অলিম্পিক আয়োজনে মরিয়া জাপান। জাতিসংঘের সাধারণ সভায় জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা জানান, ২০২১ সালে অলিম্পিক আয়োজনে বদ্ধপরিকর জাপান।

করোনাভাইরাসের কারণে এবছরের সমস্ত খেলাধূলাই পিছিয়ে গেছে। চলতি বছরের মার্চ মাসেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং জাপান সরকারের যৌথ সিদ্ধান্তেই পিছিয়ে দেওয়া হয় টোকিও অলিম্পিক।

জাপানের প্রধানমন্ত্রী বলেন, “একটা প্রণঘাতী ভাইরাস আমাদের জীবনকে থমকে দিয়েছে। তবে এটা চিরস্থায়ী নয়। পরের বছর আমরা একইসঙ্গে টোকিও অলিম্পিক আর প্যারালিম্পিক গেমস আয়োজন করতে মরিয়া। মহামারিকে হারিয়ে কিভাবে মনুষ্যত্বের জয় হয় তা আমরা প্রমাণ করে দেখাতে চাই।”

তবে পরের বছর অলিম্পিক আয়োজিত হলেও উদ্বোধনী অনুষ্ঠানসহ বেশ কিছু ইভেন্ট কাটছাট করার প্রস্তাবও দিয়েছেন উদ্যোক্তারা। করোনা পরিস্থিতির কারণেই এমন প্রস্তাব উদ্যোক্তাদের। ২০২১ সালের ২৩ জুলাই থেকে শুরু হবে টোকিও অলিম্পিক। চলবে ৮ অগাস্ট পর্যন্ত।

প্যারালিম্পিক শুরু হবে ২৪ অগাস্ট থেকে। চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। সূত্র: বিডি-প্রতিদিন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *