দক্ষিণ আফ্রিকার ২ ক্রিকেটার দাপট দেখাচ্ছে আইপিএলে

খেলাধুলা লীড

স্পোর্টস ডেস্ক:  এই মুহুর্তে চলতি আসরের আইপিএলে কমলা টুপি আর বেগুনি টুপির মালিকই দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার। কমলা টুপির মালিক এখন চেন্নাই সুপার কিংসের প্রোটিয়া ব্যাটসম্যান ফাভ ডু প্লেসি।

আর বেগুনি টুপির মালিক এখন দিল্লি ক্যাপিটালসের প্রোটিয়া ফাস্ট বোলার কাগিসো রাবাদা।

৩টি ম্যাচে এখনও পর্যন্ত ১৭৩ রান করেছেন ফাফ ডু প্লেসি। আইপিএলে চেন্নাই সুপার কিংস শেষ দু’টি ম্যাচ হারলেও ফর্মে রয়েছেন প্রোটিয়া ব্যাটসম্যান। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সিএসকে ৪৪ রানে হারলেও ৪৩ রান করেন ডুপ্লেসি।

গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুলকে টপকে যান ডু প্লেসি। অন্যদিকে দুরন্ত বোলিং করছেন প্রোটিয়া স্পিডস্টার কাগিসো রাবাদা।

প্রথম ম্যাচে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি দ্বিতীয় ম্যাচেও ২ উইকেট সংগ্রহ করেন তিনি। মোট ৫ উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় রয়েছেন রাবাদা। সিএসকের সাম কুরানও চলতি আইপিএলে ইতোমধ্যে ৫ উইকেট নিয়েছেন। তবে ৩ ম্যাচ খেলে ৫ উইকেট সংগ্রহ করেছেন ইংল্যান্ডের বাঁ-হাতি পেসার।

সিএসকের বিরুদ্ধে শেষ ওভারে ধোনি আর জাদেজার উইকেট নিয়ে বেগুনি টুপির অধিকারী হয়ে যান রাবাদা। ২ ম্যাচে এখনও পর্যন্ত ৪ উইকেট নিয়েছেন পাঞ্জাবের মোহম্মদ শামি।

আইপিএলে প্রথম দু’টি ম্যাচ জিতে মোট ৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দিল্লি ক্যাপিটালস। শ্রেয়াস আয়ারদের পরেই রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। সূত্র: বিডি-প্রতিদিন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *