বিজয় দিবসে ক্রিকেটারদের স্ট্যাটাস

খেলাধুলা

স্বদেশবাণী ডেস্ক: মহান বিজয়ের ৪৯ বছর পূর্ণ হলো আজ। বাঙালি জাতির গৌরবের দিন। জাতি আজ গভীর শ্রদ্ধা আর ভালবাসায় স্মরণ করছে সেইসব শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে প্রিয় স্বাধীনতা, লাল-সবুজের পতাকা।

বিজয় দিবসের স্মরণে পিছিয়ে নেই ক্রিকেটাররাও। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পেজে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সাকিব আল-হাসান, টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম এবং জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফি জাতীয় পতাকার একটি ছবি পোস্ট করে লিখেন, ‘এটা আমার কাছে শুধু একটি পতাকাই না আমার অস্তিত্ব আমার অনুভূতি, আমার ভালোবাসা। আমি মরেও বারবার চাইবো এ পতাকা তলে আসতে। আমি গর্বিত আমি একজন বাংলাদেশি।’

‘৭১ এর সাহসী সকল শহিদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছো।’– যোগ করেন মাশরাফি।

সাকিব আল হাসান ফেসবুকে লিখেন, ‘১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। আজকের দিনেই বিশ্ব মানচিত্রে আমরা পেয়েছিলাম স্থান। পৃথিবী জেনেছিল আমাদের নতুন পরিচয়। বিজয় দিবসের এই মুহূর্তে শ্রদ্ধার সাথে স্মরণ করছি পরম আরাধ্য এই বিজয় আনতে শেষ রক্তবিন্দুতে লড়ে যাওয়া প্রত্যেক সূর্যসন্তানকে। সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

মাহমুদউল্লাহ রিয়াদ লিখেন, ‘১৯৭১ সালের আজকের এ দিনেই লাখো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ, এ দেশের মানুষ পরাধীনতা থেকে পায় মুক্তি। যাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আজ লাল-সবুজের জার্সি গায়ে জড়াতে পেরেছি তাদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ।’

মুশফিকুর রহিম লিখেন, ‘মাঠে আমরা জয় পাই, উৎসব করি। কিন্তু এটা সম্ভব হতো না যদি না এই দিনটা আসতো। ১৬ ডিসেম্বর, ১৯৭১। আমি প্রতিটি বল মোকাবিলা করার সময়, রান নেয়ার সময় গর্ব বোধ করি কারণ আমি আমার দেশের প্রতিনিধিত্ব করছি। গর্ব নিয়ে নিজ দেশের পতাকা উড়াতে পারি, বলতে পারি আমি গর্বিত বাংলাদেশী। মাতৃভূমির বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা। সকল মুক্তিযোদ্ধাকে সশ্রদ্ধ সালাম।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *