‘কোহালি, রোহিতরা মানসিক রোগে আক্রান্ত হতে পারেন’

খেলাধুলা

স্বদেশবাণী ডেস্ক: ভারতের ক্রিকেটাররা মানসিক রোগে আক্রান্ত হতে পারেন বলে সতর্ক করে দিয়েছেন দলটির সাবেক মনোবিদ ও কন্ডিশনিং কোচ প্যাডি আপ্টন।

দক্ষিণ আফ্রিকান এ কোচ বলেন, বায়ো বাবলের মধ্যে বেশিদিন থাকলে বিরাট কোহালি, রোহিত শর্মারা মানসিক রোগে আক্রান্ত হতে পারেন।  এসময় খেলোয়াড়রা কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে, সেটা নিয়ে যথেষ্ট মাথা ঘামানো হচ্ছে না। ফলে কেউ যদি বলয়ের মধ্যে মাসের পর মাস থাকার জন্য মানসিক রোগে আক্রান্ত হয়, তাহলে তাদের চিকিৎসার জন্য সঠিক ওষুধ দেওয়া বেশ কঠিন হয়ে যাবে।

বায়ো বাবলে দীর্ঘ সময় কাটানোর কারণে ক্রিকেটাররা হাঁপিয়ে উঠছেন মন্তব্য করে প্যাডি আপ্টন বলেন, হোটেল থেকে মাঠ, মাঠ থেকে হোটেল, এটাই এখন ক্রিকেটারদের পৃথিবী।  মাসের পর মাস বহির্জগৎ থেকেও সম্পূর্ণ বিচ্ছিন্ন তারা।  এতে তাদের মনে বিরক্তি আসা খুবই স্বাভাবিক। এরপর খেলোয়াড়রা মাঠে নেমে ভাল খেলতে না পারলে সমস্যাটা আরও বড় হয়ে যায়।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সফরে দীর্ঘসময় ধরে বায়ো বাবল সুরক্ষায় ছিলেন অজিঙ্ক রাহানের দল।  ব্রিসবেন টেস্টের আগে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে করোনাবিধির কড়াকড়ির বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন রোহিম শর্মারা।  এ নিয়ে বিতর্কও বাধে।

প্রসঙ্গটি টেনে এনে আপ্টন জানান, প্রত্যেক খেলোয়াড়ের মানসিক অবস্থা ও তার জীবনযাপনের বিষয়ে কর্মকর্তাদের তথ্য রাখা উচিত। যাতে কোনো ক্রিকেটার অসুস্থ হয়ে পড়লেই দ্রুত ব্যবস্থা নিতে পারে।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *