বাংলাদেশকে উড়িয়ে দেয়ার হুমকি!

খেলাধুলা

স্বদেশবাণী ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম টেস্ট। পেস, নাকি স্পিনকে প্রাধান্য দিয়ে একাদশ সাজানো হবে- সেই সিদ্ধান্ত নেওয়া হবে আজ সকালে উইকেট দেখে। তবে উইকেট যেমনই হোক, পেসেই বাংলাদেশকে উড়িয়ে দেয়ার হুমকি দিলেন ক্যারিবিয়ান দলপতি ক্রেইগ ব্রাথওয়েট। বললেন, ওয়ানডের মতো টেস্ট সিরিজ একপেশে হবে না। তবে নিজেরাও বড় হুমকি হিসেবে দেখছেন সাকিবকেই।

হুমকি-ধমকি যাই দেয়া হোক না কেন, ম্যাচের আগে যত আলোচনা সব জহুর আহমেদ চৌধুরীর রহস্যময় উইকেটকে ঘিরেই। টাইগার শিবিরে রয়েছেন যে পাঁচ পেসার, তবে কি ভিন্ন পরিকল্পনা মোমিনুলদের! বরাবরই ঘরের মাঠে স্পিন বিষে প্রতিপক্ষকে নীল করা বাংলাদেশ কি তবে হাঁটবে বাউন্সি পথে, সেটা এখন শুধু দেখার অপেক্ষা।

অবশ্য ক্যারিবিয়ান দলপতি এমনটা মনে করছেন না। তাইতো স্পিনের বিরুদ্ধে তাদের প্রস্তুতিটাও নাকি হয়েছে জুতসই। আর বোলিংয়ে ভরসা রাখতে চান ক্যারিবিয়দের চিরন্তন শক্তির জায়গা- পেসেই।

উইন্ডিজ অধিনায়ক বলেন, আমরা জানি উইকেট কেমন হবে। স্পিনাররাই সর্বোচ্চ সুবিধা পাবে। বাংলাদেশের স্পিনারদের সামলোনোই হবে বড় চ্যালেঞ্জ। তবে পেস বোলিংয়ে আমারা বাংলাদেশকে এর আগেও বহুবারই ঘায়েল করেছি। এবারও সেখানেই ভরসা রাখতে চাই।

তবে সেখানে সবচাইতে বড় বাঁধা মানছেন টাইগারদের বিশ্বসেরা সাকিব আল হাসানকে। বাংলাদেশের ব্যাটিং লাইনআপ নিয়েও আলাদা কাজ করছেন তারা। বড় ব্রাথওয়েট বলেন, সাকিব আমাদের চিন্তার বড় কারণ। সবশেষ ওয়ানডে সিরিজেও সে সিরিজসেরা হয়েছিলো। তবে আমরা শুধু তার একার নয়, বরং গোটা দলের ব্যাটিং দূর্বলতা নিয়ে কাজ করেছি।

সিরিজ জয়ের জন্য ইতিবাচক শুরুকে গুরুত্বপূর্ণ বলছেন ক্রেইগ ব্রাথওয়েট। হেভিওয়েট রাকিম কর্নওয়ালকে রেখেছেন ট্রাম্পকার্ড হিসেবে। ক্যারিবিয়ান অধিনায়ক বললেন, রামিক কর্নওয়াল ব্যাটে কিংবা বলে পার্থক্য গড়ে দিতে পারে। প্রস্তুতি ম্যাচেও আমরা তার প্রমাণ দেখেছি। তবে দিনের প্রথম সেশনটা গুরুত্বপূর্ণ। আমিসহ টপ অর্ডার যদি ভালো করতে পারি তবে এটা নিশ্চিত করছি সিরিজটা দারুণ হবে।

তবে কী শুরুতেই ব্যাটিং করার পরিকল্পনা উইন্ডিজের! সেইসঙ্গে টাইগারদের বিপক্ষে এর আগের পরিসংখ্যানকেও অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন দলটির এই টেস্ট ক্যাপ্টেন।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *