হোয়াইটওয়াশ হয়েও টেস্ট র‌্যাংকিংয়ে ৪ বাংলাদেশির উন্নতি

খেলাধুলা

স্বদেশবাণী ডেস্ক: ঘরের মাঠে খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সাদা জার্সিতে বাংলাদেশ দলের এমন পারফরম্যান্সে হতাশ টাইগার সমর্থকরা।

তবে এরই মধ্যে ব্যক্তিগত পারফরম্যান্স ভিত্তিতে সুখবরই পেলেন ওপেনার তামিম ইকবার, লিটন দাস ও দুই স্পিনার মিরাজ ও তাইজুল।

টেস্ট র‌্যাংকিংয়ে উন্নতি ঘটেছে এ চার টাইগারের।

র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে উঠে এসেছেন তামিম ইকবাল। ঢাকা টেস্টের দুই ইনিংসে ৪৪ ও ৫০ রানের সুবাদে এ উন্নতি ঘটেছে তার। আর ঢাকা টেস্টে ৫৪ রান করে ১১ ধাপ এগিয়েছেন লিটন দাস।

আর হোম সিরিজে চমৎকার নৈপুণ্য দেখিয়ে বোলারদের র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়ে এসেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

ঢাকা টেস্টে ৮ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের এ ঘূর্ণি জাদুকর। র‌্যাংকিংয়ে তার অবস্থান এখন ২২-এ।

এদিকে বলা যায়, উইন্ডিজ সিরিজের সবচেয়ে বড় প্রাপ্তি মেহেদী হাসান মিরাজের অলরাউন্ডিং পারফরম্যান্স। যুবদলে থাকার সময় দারুণ ব্যাট করা এ ক্রিকেটার জাতীয় দলে এসে উইকেটে থিতু হতে পারতেন না। এবার চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চাপের মুখে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন মিরাজ। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে করেন হাফসেঞ্চুরি।

ব্যাটিংই নয়, হাত ঘুরিয়েও চট্টগ্রাম টেস্টে নেন ৮ উইকেট। এমন দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠেছেন মেহেদী হাসান মিরাজ। তবে কুঁচকির চোটে হোম সিরিজে ছিটকে পড়ার এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আগের মতোই চারে আছেন।

তথ্যসূত্র: আইসিসি

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *