করোনায় ৫৬০ কোটি টাকা ক্ষতি আর্সেনালের

খেলাধুলা

স্বদেশবাণী ডেস্ক: মহামারি করোনাভাইরাসের কারণে গত অর্থ বছরে ইংলিশ ক্লাব আর্সেনালের ক্ষতির পরিমাণ ৪৭.৮ মিলিয়ন পাউন্ড তথা ৫৬০ কোটি ৭০ লাখ টাকা। অর্থনৈতিক এই বিরাট ক্ষতির কারণে তারা খেলোয়াড়দের ১২.৫ শতাংশ বেতন কমাতে বাধ্য হয়।

শুক্রবার (৫ মার্চ) ক্লাবটি এক বার্তায় এমনটাই জানিয়েছে।

এই হিসাবটি করা হয়েছে ২০২০ সালের ৩১ মে পর্যন্ত। এই সময়ের মধ্যে আর্সেনাল ম্যাচ ডে’র আয় ও ব্রডকাস্ট স্বত্ব থেকে হারিয়েছে তারা ৩৫ মিলিয়ন পাউন্ড তথা ৪১০ কোটি ৫৫ লাখ টাকা।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, অর্থনৈতিক এই বিরাট ক্ষতির কারণে তারা খেলোয়াড়দের ১২.৫ শতাংশ বেতন কমাতে বাধ্য হয়।

অর্থনৈতিক এই ক্ষতির মধ্যে কোচ ইউনাই এমরিকে বরখাস্ত করা ও নতুন কোচ মাইকেল আর্তেতাকে নিয়োগ দিতে গিয়েও তাদের ১০.৪ মিলিয়র পাউন্ড খরচ হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *