করোনা পরিস্থিতিতে আইপিএল চালিয়ে নেওয়ার যে যুক্তি দেখাল ভারতীয় বোর্ড

খেলাধুলা

স্বদেশবাণী ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউ তুমুলভাবে আছড়ে পড়েছে ভারতে। লণ্ডভণ্ড করে দিচ্ছে জনজীবন। করোনায় মৃতদের চিতায় জ্বালানোর কাঠের সংকট পড়েছে।

ওদিকে অক্সিজেন ও ওষুধের তীব্র অভাবে অনেকে হাসপাতালে ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। এমন ভয়াবহ পরিস্থিতিতে দেশটিতে চলছে জমজমাট আইপিএল।  জৈব সুরক্ষা বলয়ে ঘেরা দেখে করোনার আঁচ লাগছে না আইপিএলের গায়ে।

একই সময়ে ভারতে যেখানে লাশের সারি, সেখানে আইপিএলে চলছে টাকার ওড়াউড়ি।

বিষয়টি অমানবিক ও দৃষ্টিকটূ লাগছে ক্রিকেট অনুরাগীসহ অনেকের কাছে। ক্রমশ জোরালো হয়েছে আইপিএল স্থগিতের আবেদন।

আইপিএল বন্ধের দাবিতে ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বক্তব্য দিচ্ছেন নেটিজেনরা।

এমন পরিস্থিতিতে আইপিএল চালিয়ে নেওয়ার পেছনে যুক্তি দাঁড় করিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড—  বিসিসিআই।

তারা জানিয়েছেন, মহামারির এই কঠিন পরিস্থিতিতে ভারতীয়দের চাঙ্গা রাখতে ও স্বস্তি দিতেই আইপিএল চালিয়ে নেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘মহামারির এই কঠিন সময়ে মানুষের মনে আশার আলো জাগাতেই আইপিএল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তাদের একটু স্বস্তি দিচ্ছি। দিল্লির মতো ভেন্যুতে সংক্রমণ ভয়ানক হারে বেড়েছে। তবে স্ট্যান্ডবাই ভেন্যু হাতে রয়েছে দিল্লি ও ইন্দোর। প্রয়োজন হলে সেসব ভেন্যু ব্যবহার করা হবে।’

বিসিসিআইয়ের ওই কর্মকর্তা এমন দাবি কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকের মতে, আইপিএল স্থগিত রাখলে কতটা লোকসানে পড়বে বা লাভ থেকে বঞ্চিত হবে বিসিসিআই, তা সবারই জানা। আর্থিক বিষয়টি বিবেচনায় এনে এমন বক্তব্য দিয়েছেন ওই কর্মকর্তা।

প্রসঙ্গত ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু হয়েছে। একদিনে দেশটিতে দুই হাজার ৮১২ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন। দৈনিক শনাক্ত ও মৃত্যুতে এটিই সর্বোচ্চ।

এমন অবস্থায় আইপিএল দেখে কে কতটুকু স্বস্তি পাচ্ছেন তা প্রশ্নের দাবি রাখে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *