সাকিবের অনুশীলনে করোনা প্রটোকল ভঙ্গ, তদন্তে বিসিবি

খেলাধুলা

স্বদেশবাণী ডেস্ক: করোনাভাইরাসের এ কঠিন সময়ে জীবনের ঝুঁকি নিয়েই আয়োজন করা হচ্ছে  ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)।

করোনা সংক্রমণ এড়াতে ঢাকা লিগে অংশ নেয়া ১২টি দলকে বায়ো-বাবলে রাখা হয়েছে। লিগ শেষ হওয়ার আগে এ বলয় থেকে কোনো ক্রিকেটার বা টিম অফিসিয়াল বের হতে পারবেন না; আবার বাহির থেকে কেউ তাদের সংস্পর্শে যাওয়াও শাস্তিযোগ্য অপরাধ।

কিন্তু শুক্রবার মিরপুর শেরেবাংলায় ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের ঐচ্ছিক অনুশীলনে যোগ দেন অধিনায়ক সাকিব আল হাসান।

সাকিবের অনুশীলন চলাকালে জৈব সুরক্ষা বলয়ের সঙ্গে কোনোক্রমেই সংযুক্ত নন এমন এক ব্যক্তি করোনা প্রটোকল ভেঙে অনুশীলনস্থলে প্রবেশ করায় হতাশ আয়োজকরা।

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেন, এ ঘটনায় আমরা হতাশ। বিসিবি ও সিসিডিএম দুই পক্ষই বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। আমাদের দল, খেলোয়াড় ও অফিসিয়ালদের সুরক্ষা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোভিড প্রটোকল ঠিকঠাক রাখার জন্য আমরা অনেক পরিশ্রম করছি ও খরচ করছি। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *