ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার আর নেই

খেলাধুলা

স্বদেশবাণী ডেস্ক:  হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার যশপাল শর্মা।

মঙ্গলবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে (কার্ডিয়াক অ্যারেস্ট) চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।  দুই মেয়ে এবং এক ছেলে রেখে গেছেন তিনি।

১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে ভারতের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন যশপাল শর্মা।

সতীর্থ যশপাল শর্মার মৃত্যুর খবর পেয়ে ভারতীয় দলের সাবেক অধিনায়ক কপিল দেব নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে যশপালের সাবেক এক সতীর্থ এ খবরের সত্যতা তুলে ধরেন। তিনি বলেন, হ্যাঁ, যশপাল আর আমাদের মাঝে নেই। আমরা তার পরিবারের কাছ থেকেই এ তথ্য জেনেছি।

১৯৮৩ বিশ্বকাপে ভারতের ‘ক্রাইসিস ম্যান’ ছিলেন যশপাল। সেই টুর্নামেন্টের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ৬০ রানের ইনিংস খেলেন যশপাল। যে কারণে ভারত ফাইনালে উঠেছিল।

সেবার প্রথম বিশ্বকাপ জয় করে ভারত। সেই বিশ্বকাপে যশপাল শর্মা ৩৪.২৮ গড়ে ২৪০ রান করেছিলেন।

১৯৭৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়েছিল তার। ৩৭টি টেস্টে দুটি সেঞ্চুরিসহ ১৬০৬ রান করেন তিনি। সেই সময়ের ভারতীয় মিডল অর্ডারে সবচেয়ে নির্ভরযোগ্য ক্রিকেটার ছিলেন যশপাল। একদিনের ক্রিকেটে ৪২টি ম্যাচ খেলেন, ২৮.৪৮ গড়ে করেছিলেন ৮৮৩ রান। ২০০০ সালের শুরুর দিকে কিছুদিন ভারতীয় ক্রিকেটের নির্বাচকও ছিলেন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *