ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন কেন কঠিন? জানালেন সৌরভ গাঙ্গুলী

খেলাধুলা

স্বদেশবাণী ডেস্ক: ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বৈরথকে সবচেয়ে বেশি হাইভোল্ডেজ ও স্নায়ুচাপের ম্যাচ বলা হয়।

কিন্তু রাজনৈতিক বৈরিতায় ২২ গজের লড়াইয়ে দুই দেশের মাঝে কদাচিৎ দেখা হয়। তাও কেবল বিশ্বমঞ্চে।

দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয় না বললেই চলে। রোববার দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ।

সেই ম্যাচকে সামনে রেখে ফের প্রসঙ্গ উঠল ভারতের মাটিতে ইন্দো-পাক ম্যাচের।

এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলীর মতে, ভারতের ভেন্যুতে পাক-ভারত ম্যাচের আয়োজন করা মুশকিল।

এর পেছনে অবশ্য ভারত-পাকিস্তানের সীমান্ত উত্তেজনার প্রসঙ্গ সামনে আনেননি তিনি।

সৌরভের মতে, টিকিটের বিপুল চাহিদা ভারতের মাটিতে পাকিস্তান ম্যাচ করতে না পারার একটি বড় কারণ।

এক ভারতীয় সংবাদমাধ্যমকে সৌরভ বলেন,‘সবার নজর থাকে পাক-ভারত ম্যাচের দিকে। আমি বোর্ড সভাপতি হওয়ার পরেই ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ হয়েছিল। এই ম্যাচে টিকিটের বিপুল চাহিদায় হিমশিম খেতে দেখেছি। তাই ভারতের মাটিতে এই ম্যাচের আয়োজন করা খুব কঠিন।’

তবে অন্য কোনো দেশ ভেন্যু হলে অতোটা সমস্যা হয়না বলে জানালেন গাঙ্গুলী।

বললেন, ‘কিন্তু সংযুক্ত আরব আমিরাতের ছবিটা আলাদা। সেখানে এই ম্যাচের উন্মাদনা অন্যরকম। তাই সেখানে এই দুই দেশের মধ্যে খেলার আয়োজনে কোনো সমস্যা হয় না।’

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *