বাবর আজমকে বোল্ড করে দিলেন মেহেদী

খেলাধুলা

স্বদেশবাণী ডেস্ক:  চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের হলে দ্বিতীয় দিনটা ছিল পাকিস্তানের। একটি উইকেটও ফেলতে পারেনি স্বাগতিকরা।

লিটন অবশ্য মনে করছেন, ম্যাচের মোড় ঘুরলে বিস্ময়ের কিছু থাকবে না। দুই দলই ম্যাচে আছে।

আর লিটনের কথায় যেন তৃতীয় দিনে আত্মবিশ্বাসী হয়ে উঠলেন বাংলাদেশি বোলাররা।

দিনের প্রথম ওভারেই তাইজুল জোড়া আঘাত হানলেন পাকিস্তান শিবিরে। ১ রানেই ২ উইকেট হারাল পাকিস্তান।

এবার আঘাত হানালেন মেহেদী হাসান মিরাজ। অধিনায়ক বাবর আজমকে বোল্ড করে দিলেন তিনি।

৪৬ বল খেলে ১০ রান করে সাজঘরে ফিরলেন বাবর।

এর আগে ৫৮তম ওভারের পঞ্চম বলে পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানেন তাইজুল।

আব্দুল্লাহ শফিককে গুড লেন্থে বলটা করেছিলেন তাইজুল। খানিকটা জায়গা বানিয়ে খেলতে চেয়েছিলেন পাকিস্তান ওপেনার। তবে বলটা তার ব্যাটে যাওয়ার আগেই ছুঁয়ে গেছে প্যাড। বাংলাদেশের জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার।

নতুন ব্যাটার আজহার আলীকে এর ঠিক পরের বলটা তাইজুল করেছিলেন লেগ স্টাম্পে। সামনে ঝুঁকে ডিফেন্ড করতে চেয়েছিলেন আজহার। কিন্তু বলের লাইন মিস করে গেছেন। বলটা তার ব্যাটের বাইরের কোণা এড়িয়ে গিয়ে সরাসরি আঘাত হানে প্যাডে। বাংলাদেশের আবেদনে শুরুতে সাড়া দেননি আম্পায়ার। তবে রিভিউতে সফলতা ধরা দেয় টাইগারদের হাতে।

খেলার এই পর্যায়ে ব্যাট হাতে নেমেছেন ফাওয়াদ আলম। অন্যপ্রান্তে সেঞ্চুরিয়ান আবিদ আলি। ২২৯ বল খেলে ১১০ রানে অপরাজিত এই ওপেনার।

এ রিপোর্ট লেখার সময় পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৭৫ রান। ১৫৫ রান পিছিয়ে সফরকারীরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *