বাবর আজমের উইকেট দিয়ে খালেদের টেস্ট ইতিহাস শুরু

খেলাধুলা

স্বদেশবাণী ডেস্ক: বাবর আজমকে ফিরিয়ে দিয়ে টেস্টে প্রথম উইকেট শিকার করেছেন খালেদ আহমেদ।  আগের তুলনায় এ দিন সকাল থেকে মোটামুটি ভালো বোলিং করছিলেন খালেদ। উইকেট ধরা দিল সেই ধারাবাহিকতায়। উইকেট সোজা বল লেংথে পিচ করে একটু স্কিড করে ও নিচু হয়ে যায়। বাবর ফ্লিকের মতো করতে গিয়ে লাইন মিস করেন। বল লাগে প্যাডে। আম্পায়ার আঙুল তুলে দিতে সময় নেননি খুব একটা।

বাবর টিকতে পারেননি রিভিউ নিয়ে। বরং একটি রিভিউ হারায় পাকিস্তান।

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টিতে বাংলাদেশ-পাকিস্তান মিরপুর টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা পরিত্যাক্ত হয়েছে। চতুর্থ দিনেও খেলা নির্ধারিত শুরু হয়নি।
১২৬ বলে ৭৬ রান করে আউট হলেন বাবর আজম। পাকিস্তানের রান ৪ উইকেটে ১৯৭।

টেস্ট ক্যারিয়ারে ৪১৮ বল করার পর তৃতীয় টেস্টে এসে প্রথম শিকারের দেখা পেলেন খালেদ।

ফাওয়াদ আলমের সঙ্গে উইকেটে নতুন ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।

শুরুতেই উইকেট

খেলা শুরু হতেই কাঙ্ক্ষিত উইকেটের দেখা পেল বাংলাদেশ। আজহার আলিকে ফিরিয়ে জুটি ভাঙলেন ইবাদত হোসেন চৌধুরি।

বলটি অবশ্য উইকেট নেওয়ার মতো ছিল না। দিনের সেটি দ্বিতীয় ওভার। ইবাদতের একটি শর্ট বলে অনায়াসেই পুল করে চার মারেন আজহার। এক বল পর আরেকটি শর্ট বল করেন ইবাদত। বলে গতি ছিল না খুব একটা, চার হজম করার মতোই আরেকটি ডেলিভারি। কিন্তু বেশি জোরে মারতে গিয়েই হয়তো টাইমিংয়ে গড়বড় করেন আজহার। ব্যাটের ওপরের দিকে লেগে বল উঠে যায় আকাশে। কিপার লিটন দাস বল গ্লাভসে জমান অনায়াসেই।

১৪৪ বলে ৫৬ করে আউট হলেন আজহার। ম্যাচের প্রথম দিনে শুরু হওয়া জুটি চতুর্থ দিনে থামল ১২৩ রানে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *