বিপিএল শেষ তাসকিনের

খেলাধুলা

স্বদেশ বাণী ডেস্ক: আবারো চোটাক্রান্ত তাসকিন আহমেদ। পিঠের পুরোনো চোট নতুন করে দেখা দেওয়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান অষ্টম আসরের মাঝপথেই ছিটকে গেলেন সিলেট সানরাইজার্সের এই তারকা পেসার।

বিপিএলের মাঝপথে তাসকিন চোটাক্রান্ত হওয়ায় বাধ্য হয়ে তার জায়গায় এ কে এস স্বাধীনকে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইজি।

বিপিএল চট্টগ্রাম পর্বে খেলার সময় চোট পেয়েছিলেন তাসকিন আহমেদ। আগে থেকেই তার মেরুদণ্ডে ব্যথা ছিল। সেই ব্যথা নতুন করে আবার দেখা দিয়েছে। এমআরআই রিপোর্ট দেখে বিপিএলের বাকি অংশে তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ফিজিও।

সোমবার বিকালে যুগান্তরের সঙ্গে একান্ত আলাপে তাসকিন বলেন, বিপিএল চট্টগ্রাম পর্বের খেলার সময় একটু ব্যথা পেয়েছি। যে কারণে ফিজিও বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি জানিয়েছেন চাইলে আমি বিপিএলের শেষ দুই ম্যাচে অংশ নিতে পারব।

তবে সামনে যেহেতু আফগানিস্তানের সঙ্গে হোম সিরিজ আছে, তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হয়তো চাইবে না দেশের অন্যতম সেরা পেসারকে ঝুঁকিতে ফেলতে।

তাছাড়া সিলেট যেহেতু তাসকিনের পরিবর্তে একজনকে নিয়েছে, তাই ধরেই নেওয়া যায় তাসকিনের বিপিএল শেষ।

বিপিএল চলতি আসরে চার ম্যাচে অংশ নিয়ে চার উইকেট শিকার করেন তাসকিন আহমেদ।

স্ব.বা/

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *