ব্রাজিল-মালির স্ট্রাইকারের লড়াই দেখা নাও হতে পারে

খেলাধুলা

আন্তর্জাতিক ডেস্ক: আবাহনীর স্ট্রাইকার দোরিয়েল্তন (বামের ছবিতে মাঝে), মোহামেডানের মালির স্ট্রাইকার দিয়াবাতে (ডানের ছবিতে ১০ নম্বর জার্সিতে)।আবাহনীর স্ট্রাইকার দোরিয়েল্তন (বামের ছবিতে মাঝে), মোহামেডানের মালির স্ট্রাইকার দিয়াবাতে (ডানের ছবিতে ১০ নম্বর জার্সিতে)।

বুধবার প্রিমিয়ার লিগে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্ব›দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং। এই প্রথম সিলেট জেলা স্টেডিয়ামে লড়বে দুই দল। তবে ঐতিহ্যবাহী ক্লাব দুটির লড়াই ছাপিয়েও সেটি অন্য কারণে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তারা হলেন, আবাহনীর ব্রাজিলিয়ান তারকা দোরিয়েল্তন গোমেজ ও মোহামেডানের মালির স্ট্রাইকার সুলেমানে দিয়াবাতে। কিন্তু তাদের লড়াইয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে চোট!

লিগে অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন দোরিয়েল্তন। করেছেন ৫ গোল। এরমধ্যে টঙ্গীর মাঠে রহমতগঞ্জের বিপক্ষে একটি হ্যাটট্রিকও আছে। এছাড়া মৌসুমজুড়ে দুটি টুর্নামেন্টেই আলো ছড়িয়ে সবার দৃষ্টি কেড়েছেন। করেছেন ৮ গোল। আগামী বুধবারও তাই ব্রাজিলিয়ানকে ঘিরে ছক কষার কথা আবাহনী কোচ মারিও লেমসের। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শেখ রাসেলের বিপক্ষে কুচকিতে ব্যথা পাওয়ায় বিশ্রামে রয়েছেন আপাতত।

আবাহনীর ম্যানেজার সত্যজিত দাশ রুপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘দোরিয়েল্তনের চোট রয়েছে। তাকে পাবো কিনা শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে সম্ভাবনা অনেকটাই কম। এখন ম্যাচের আগ মুহূর্তে সবকিছু বোঝা যাবে।’

ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে নিয়ে আবাহনীর শঙ্কা থাকলেও স্বস্তিতে রয়েছে মোহামেডান। চার গোল করে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা সুলেমানে দিয়াবাতে। আছেন খুব ভালো ফর্মে। ফলে তাকে ঘিরেই যত আক্রমণ শানানোর কথা মোহামেডানের। দলটির টিম লিডার আবু হাসান চৌধুরী আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘সুলেমানে ভালো ফর্মে আছে। আশা করছি, এই ম্যাচেও ভালো কিছু হবে। আমরা লড়াইয়ের জোর প্রস্তুতি নিচ্ছি।

স্ব.বা/ রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *