বিশ্বসেরা হতে চান বাবর

খেলাধুলা

স্বদেশ বাণী ডেস্ক:আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন বাবর আজম। স¤প্রতি টানা ৯ ইনিংসে পঞ্চাশ ছোঁয়ার অনন্য কীর্তি গড়েছেন পাকিস্তানের এই অধিনায়ক।বাবর আজমই প্রথম ব্যাটসম্যান যিনি ওয়ানডেতে দুই দফায় টানা তিন ওয়ানডেতে সেঞ্চুরির কৃতিত্ব অর্জন করেন। শুধু তাই নয়, অধিনায়ক হিসেবে ওয়ানডেতে দ্রুততম হাজার রানের রেকর্ডে পেছনে ফেলেছেন বিরাট কোহলিকে। টানা ৬ ওয়ানডে ইনিংসে পেরিয়েছেন পঞ্চাশ।

সমপ্রতি এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবর আজম বলেন, কোনো সংশয় নেই, নিজের ফর্ম আমি উপভোগ করছি। তবে এই ফর্ম নিয়ে আমার মূল লক্ষ্য হলো আগামী দেড় বছরে পাকিস্তানের হয়ে দুটি বিশ্বকাপ জয়। যদি তা পারি, তাহলে বলব যে আমার রানগুলো সত্যিই মূল্যবান।

ছেলেবেলা থেকেই দেশের হয়ে বিশ্বকাপ ট্রপি জয়ের স্বপ্ন দেখা বাবর আজম বলেন, স্কুলের দিনগুলোয় যখন আমি ক্রিকেট খেলতে শুরু করি, তখন থেকেই আমার স্বপ্ন পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এবং এমনভাবে বিশ্বের সেরা ব্যাটসম্যান হওয়া, যেন তা আমার দেশকে সব শিরোপা জয়ে সহায়তা করে।

স্ব.বা/ রু.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *