মালিঙ্গার গতির ঝড়ে লণ্ডভণ্ড নিউজিল্যান্ড

খেলাধুলা

স্বদেশ বাণী ডেস্ক: লাসিথ মালিঙ্গার ঝড় তোলার দিনে ৩৭ রানে জয় পেয়েছে শ্রীলঙ্কা। এই জয়ের ফলে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানের মধ্য দিয়ে শেষ হল।

সিরিজের দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া হয়েছিল শ্রীলঙ্কার। আজ প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান তোলার পর হোয়াইটওয়াশের শঙ্কা ভর করেছিল লঙ্কান শিবিরে। কিন্তু লাসিথ মালিঙ্গার ঝড় তোলার দিনে সেই শঙ্কা উড়ে গেছে।

ইনিংসের তৃতীয় ওভারে পর পর ৪ বলে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ইনিংস গুড়িয়ে দেন। এরপর নেন আরো ১ উইকেট। ৪ ওভার বল করে ১ মেডেনসহ ৬ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। ৫২ রানে ৯ উইকেট হারিয়ে বসা নিউজিল্যান্ডকে শেষ দিকে টানেন অধিনায়ক টিম সাউদি। তাকে সঙ্গে দেন সেথ রানচি। তারা দুজন দশম উইকেটে তোলেন ৩৬ রান। অবশ্য তাতে কেবল ব্যবধানই কমেছে। ১৬ ওভারে ৮৮ রানে থেমেছে কিউইদের ইনিংস।

ব্যাট হাতে নিউজিল্যান্ডের সাউদি ২৩ বল খেলে ৩ ছক্কায় করেন অপরাজিত ২৮ রান। রানচি করেন অপরাজিত ৮ রান। ১৬টি রান এসেছে মিচেল স্যান্টনারের ব্যাট থেকে। পাঁচজন ব্যাটসম্যান আউট হয়েছেন শূন্যরানে।

তার আগে শ্রীলঙ্কার ১২৫ রানের ইনিংসে ব্যাট হাতে দানুস্কা গুনাথিলাকা সর্বোচ্চ ৩০ রান করেন। নিরোশান ডিকভেলা ২৪ ও শিহান মধুশঙ্ক করেন ২০ রান। ওয়ানিন্দু হাসারাঙ্গার ব্যাট থেকে আসে অপরাজিত ১৪টি রান।

বল হাতে নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ও টড আস্টেল ৩টি করে উইকেট নেন। ম্যাচসেরা নির্বাচিত হন লাসিথ মালিঙ্গা।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *