জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নড়াইল-২ আসনের নৌকার মাঝি মাশরাফি ভক্তরা খুব খুশি

খেলাধুলা

নড়াইল জেলা প্রতিনিধি: আজ শনিবার (১০ নভেম্বর) জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নড়াইল-২ আসনের নৌকার মাঝি হওয়ার দৌড়ে নামছেন বাংলাদেশ ক্রিকেট দলের উজ্জ্বল নক্ষত্র সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই খবর ছড়িয়ে পড়ার পর নড়াইলে মাশরাফিভক্তদের অনেকেই এই খবরে খুশি। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, আগামীকাল রোববার সকাল (১১ নভেম্বর) সাড়ে দশটায় রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ের পাশে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন মাশরাফি। তার বাবা গোলাম মোর্তুজা স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে মাশরাফি নড়াইল-২ আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কেনার সিদ্ধান্ত নিতে পারেন। ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’-এর সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম অনিক বলেন, ‘সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা আগামীকাল সকালে গনভবন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন। আমরা খুবই আনন্দিত এই খবরে।’নড়াইল থেকে কয়েকজন মাশরাফির কাছের মানুষ ঢাকায় যাচ্ছেন। তারাও মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত থাকবেন। অপরদিকে নতুন ভোটাররা তাদের ভালোবাসার মাশরাফিকে প্রথম ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে মাশরাফি-বন্দনা। নতুন ভোটার স্বপ্না বেগম লিখেছেন, ‘মাশরাফির ভক্ত আমি। তিনি নির্বাচন করবেন তা আগে ভাবতে পারিনি। আর এখন মনে হচ্ছে প্রথম ভোটটি তাকে দিতে পারব, এর আনন্দই আলাদা।’ মাসুদুর রহমান নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘যে যাই বলুক ভাই, আমরা মাশরাফিকেই চাই। মাশরাফি ছাড়া কোনো বিকল্প নেই।’

মনিরুল হোসাইন নামে একজন লিখেছেন, ‘নড়াইলবাসীর জন্য কৌশিক (মাশরাফির ডাক নাম) আশীর্বাদস্বরূপ, আমাদের আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যতের জন্য কৌশিকের বিকল্প নেই।’ তবে নাম প্রকাশে অনেচ্ছুক জেলা আওয়ামী লীগের একাধিক নেতা এই খবরে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, তারা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করেন। রাজপথে থেকে অনেক হামলা-মামলার শিকার হয়েছেন। আর নির্বাচন এলে এমন কাউকে মনোনয়ন দেওয়া হবে, যিনি দল করেন না। এমন হলে মানুষ আর রাজনীতি করবে না। তবে আনুষ্ঠানিক বক্তব্যে কেউ বিরূপ মন্তব্য করতে চাননি। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস বোস বলেন, ‘আজ আমি ঢাকা যাচ্ছি। অনেকেই মনোনয়ন কিনছে। মাশরাফি মনোনয়ন কিনবে, আমিও কিনবো। প্রধানমন্ত্রী যার হতে নৌকা প্রতিক দিবেন আমরা তার জন্য কাজ করে নৌকার বিজয় ছিনিয়ে আনবো।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু বলেন, ‘দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী যাকে নৌকা মার্কা দেবেন, আমরা তার সাথেই নির্বাচন করবো।’জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নড়াইল পৌরসভা, সদর উপজেলার আটটি ইউনিয়ন, লোহাগড়া পৌরসভা এবং লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে নড়াইল-২ আসন। এ আসনে বর্তমানে মোট ভোটার তিন লাখ ১৭ হাজার ৫১১ জন। পুরুষ ভোটার এক লাখ ৫৬ হাজার ৮৮৭ ও নারী ভোটার এক লাখ ৬০ হাজার ৬২৪ জন। ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বর ভোট গ্রহণ করা হবে। মনোনয়নপত্র জমার শেষ সময় ১৯ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২২ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর এবং ৫ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *