ফেসবুকের কাছে ফ্রান্সের পাওনা ১১ কোটি ইউরো!

তথ্যপ্রযুক্তি লীড

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ট্যাক্স এবং জরিমানা বাবদ ফেসবুকের কাছে প্রায় ১১ কোটি ইউরো পাবে ফ্রান্স। ফ্রান্সের ট্যাক্স কর্তৃপক্ষের এক হিসাবে এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্সের

ফ্রান্স কর্তৃপক্ষ পুরো ট্যাক্স আদায় করার চেষ্টা করছে। যেখানে ফেসবুক, গুগল, অ্যাপল, অ্যামাজনসহ বড় বড় কোম্পানিগুলো ফ্রান্সে ব্যবসা করার পরও ট্যাক্স দিতে নারাজ।

বর্তমানে আন্তর্জাতিক বাজারে শুল্ক প্রদানের আইন ইউরোপের বাজারে ব্যবসার সুযোগ সহজ করে দিলেও ফেসবুকসহ অধিকাংশ টেক কোম্পানিগুলো ট্যাক্স পরিশোধে গড়িমসি করছে।

ফেসবুকের এক মুখপাত্র জানান, ফ্রান্সের ট্যাক্স অথরিটি ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ট্যাক্সের অডিট করায় হিসাবে বকেয়া শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে মোট ১০ কোটি ৬০ লাখ ইউরো।

বকেয়ার মোট হিসাবের পরিমাণ জানালেও এ বিষয়ে বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি। বকেয়া শুল্কের ব্যাপারে বিস্তারিত জানায়নি ফ্রান্সের ট্যাক্স কর্তৃপক্ষও।

২০১৮ সালের পর থেকে বিজ্ঞাপনগুলোকে ফ্রান্সের শুল্কের খাতায় যোগ করা শুরু করেছে ফেসবুক, যোগ করেন মুখপাত্র।

ফ্রান্সের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে, ২০১৯ সাল থেকে এ বছরের শুরু পর্যন্ত থেকে ফেসবুকের বাৎসরিক লাভের অঙ্ক বেড়ে ৭৪ কোটি ৭০ লাখে দাঁড়িয়েছে।

ফেসবুক জানিয়েছে, তারা শুল্ক পরিশোধের বিষয়টি সবসময়ই গুরুত্ব সহকারে পর্যালোচনা করে এসেছে। শুল্ক সম্পর্কিত সকল ইস্যু সমাধান করার চেষ্টা চলছে। সূত্র: জাগো নিউজ।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *