শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশেও

তথ্যপ্রযুক্তি

স্বদেশবাণী ডেস্ক : আর মাত্র কয়েক ঘণ্টা, এরপরই দেখা মিলবে শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ না হলেও এটি প্রায় সাড়ে তিন ঘণ্টা স্থায়ী হবে। বাংলাদেশে শুক্রবার (১৯ নভেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে চন্দ্রগ্রহণ দেখা যাবে। এদিন উপচ্ছায়ায় চাঁদের প্রবেশ ঘটবে দুপুর ১২টার দিকে।

২০২১ সালের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে এটি। মহাকাশ গবেষকদের মতে, এটিই হতে চলেছে শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ। প্রায় সাড়ে ৩ ঘণ্টার চন্দ্রগ্রহণের শেষভাগ দেখা মিলবে বাংলাদেশ থেকে।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, চাঁদের ৯৭ শতাংশ সূর্যের আলো থেকে বঞ্চিত হবে। আংশিক সে গ্রহণের সময় লালচে রং ধারণ করবে চাঁদ। এবার চন্দ্রগ্রহণ সবচেয়ে ভালো দেখা যাবে উত্তর আমেরিকা থেকে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আকাশ যদি পরিষ্কার থাকে তবে আংশিক গ্রহণের শেষদিকে দেখা যাবে বাংলাদেশ থেকে। ঢাকায় বিকেল ৫টা ১৩ মিনিট, ময়মনসিংহে ৫টা ১১ মিনিট, চট্টগ্রামে ৫টা ১০ মিনিট, সিলেটে ৫টা ৫ মিনিট, খুলনায় ৫টা ১৮ মিনিট, বরিশালে ৫টা ১৫ মিনিট, রাজশাহীতে ৫টা ১৯ মিনিট এবং রংপুরে ৫টা ১৪ মিনিট থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য বলছে, এই চন্দ্রগ্রহণ কেবল শতাব্দীর নয়, গত ৫৮০ বছরে এত দীর্ঘ সময় ধরে আংশিক চন্দ্রগ্রহণের নজির আর নেই। ১৪৪০ সালের ১৮ ফেব্রুয়ারি এত দীর্ঘ আংশিক চন্দ্রগ্রহণ হয়েছিল। আর এর পরের দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণটি ঘটবে ২৬৬৯ সালের ৮ ফেব্রুয়ারি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *