ফেসবুকে নিজের অবতার তৈরি করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি

স্বদেশ বাণী ডেস্কসম্প্রতি ইনস্টাগ্রামে থ্রিডি অবতার তৈরির সুযোগ এনেছে মেটা। স্ন্যাপচ্যাট, বিটমোজি ও অ্যাপল ইমোজিতে গত বছর গ্রাহকদের জন্য অবতার তৈরির সুযোগ করে দিয়েছিল সংস্থাটি। যে কোনো চরিত্রের কার্টুনের মতো দেখতে ভার্সনকে অবতার বলা হয়। খুব সহজেই আপনার ফেসবুক বা ইনস্টাগ্রামে থ্রিডি অবতার তৈরি করতে পারবেন। এই ধরনের স্টিকার বানিয়ে প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে পারবেন। অন্য সব ইমোজির থেকে পৃথক হয় এই অবতারগুলো।

চলুন দেখে নেওয়া যাক কীভাবে ফেসবুকে থ্রিডি অবতার তৈরি করবেন-
> প্রথমে আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাপ ওপেন করুন।
> এবার ডান দিকের নিচে মেনু ট্যাপ সিলেক্ট করুন।
> মেনু ট্যাব স্ক্রোল ডাউন করে সি মোর অপশন সিলেক্ট করুন। এরপরে খুঁজে নিন অ্যাভাটার।
> এখানে আপনি নিজের অবতার তৈরির কাজ শুরু করতে পারবেন। মুখ, চোখ, নাক, কানের আকার সিলেক্ট করতে পারবেন।
এখান থেকে বেছে নেওয়া যাবে হেয়ার স্টাইলও।
> নিজের অবতার তৈরিতে সমস্যা হলেও সমাধান রয়েছে। ফোনের সামনের ক্যামেরা অন করে আপনার মুখের অবয়ব দেখিয়ে দিলে নিজে থেকেই আপনার অবতার তৈরি করে দেবে ফেসবুক অ্যাপ।

> একবার অবতার তৈরির কাজ শেষ হলে ডান দিকে উপরে ডান সিলেক্ট করুন। কয়েক সেকেন্ডের মধ্যে অবতারকে ফেসবুকের প্রোফাইলে ব্যবহারের অপশন দেখতে পাবেন। চাইলে মেসেঞ্জারের মাধ্যমে বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে নিজের অবতার শেয়ার করে নিতে পারবেন।

ফেসবুকে মেটাভার্স পুরোপুরি চালু হলে প্রত্যেক ব্যবহারকারীই নিজের থ্রিডি অবতার তৈরি করতে পারবেন। কারণ মেটাভার্সে একে অপরের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য অবতার একমাত্র ভরসা।

সূত্র: ইন্ডিয়া টাইমস

স্ব.বা/ রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *