বিশ্ববিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীকে স্মার্টফোন-ইন্টারনেট নিশ্চিতের পরিকল্পনা

তথ্যপ্রযুক্তি শিক্ষা

স্বদেশ বাণী ডেস্ক: ২০২৩ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীকে স্মার্টফোন ও ইন্টারনেট নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতির আওতায় শিক্ষার্থীকে স্মার্টফোন বা ডিভাইসের আওতায় নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ইউজিসির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ভার্চুয়াল প্লাটফর্মে উচ্চশিক্ষায় ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি সংক্রান্ত মহাপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক উপ-কমিটির এক সভায় এ কথা জানান চেয়ারম্যান।

ইউজিসির চেয়ারম্যান জানান, বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট কানেক্টিভিটি শতভাগ নিশ্চিত করা এবং ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া ২০২৫ সালের মধ্যে ৫০ ভাগ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ডেটা সেন্টারের সুযোগ দেওয়া এবং ২০৩১ সালের মধ্যে চাহিদার ভিত্তিতে শতভাগ শিক্ষার্থীকে ল্যাপটপ বা ডিজিটাল ডিভাইসের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।

সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র, অধ্যাপক ড. মো. আবু তাহেরসহ অনেকে উপস্থিত ছিলেন।

স্ব.বা/ রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *