কর্মক্ষেত্রে যৌন হয়রানির মতো ঘটনা মোকাবেলায় নতুন একটি নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে গুগল, জানালেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই।
সে কারণে প্রতিষ্ঠানটি আগের নীতিমালাকে ঢেলে সাজাচ্ছে। গুগলের এ প্রধান নির্বাহী বৃহস্পতিবার কর্মীদের এক ই-মেইলে বলেছেন, অতীতে প্রতিষ্ঠানটিতে যা হয়েছে তা ঠিক ছিল না। এ জন্য আমরা আন্তরিকভাবেই দুঃখিত।
আমরা এ বিষয়ে নতুন নীতিমালায় অনেক কিছুই পরিবর্তন আনছি।
গত সপ্তাহে গুগলের শীর্ষস্থানীয় অফিসগুলোর ২০ হাজার কর্মী এক দিন ধর্মঘটে যান। গুগল কর্মীদের যৌন হয়রানির প্রতিবাদে শামিল হয়েছিলেন সুন্দর পিচাইও।
তিনিও ই-মেইল করে কর্মীদের পাশে থাকার কথা জানিয়েছিলেন। পিচাই বলেন, আমরা বিষয়গুলোতে কতটা উদ্বিগ্ন ও কতটা সচেতনভাবে কাজ করছি সেগুলো আরও স্বচ্ছ করতে চাই।
যাতে যে কেউ অভিযোগ করার পর কাজের অগ্রগতি সব সময় দেখতে ও জানতে পারেন।
যৌন হয়রানির মতো বিষয়ে আমরা যে কোনো পদক্ষেপ আরও কঠোরভাবেই নেব। তিনি প্রতিজ্ঞা করেন, আমরা প্রতিষ্ঠানটিকে একে অপরের প্রতি শ্রদ্ধাশীলতার প্রতীক হিসেবে গড়ে তুলব।