মোংলা বন্দরে এসেছে ভারতের প্রথম ট্রায়াল জাহাজ !

তথ্যপ্রযুক্তি লীড

বাগেরহাট প্রতিনিধি : বাণিজ্যে বাংলাদেশের মোংলা বন্দর ব্যবহার বিষযয়ক চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে ৪টি ট্রায়াল রানের প্রথমটি শুরু করেছে ভারতের কলকাতা বন্দর। সেই ধারাবাহিকতায় প্রথম ট্রায়াল জাহাজ বাংলাদেশী পতাকাবাহী এম.ভি রিশাদ রাইহান, জ্যাক শিপিং এজেন্টের মাধ্যমে সোমবার (৮ আগস্ট) মোংলা বন্দরের ৯ নং জেটিতে এসে পৌঁছেছে।

সিএন্ডএফ হিসাবে সুইফট লজিস্টিক সার্ভিসেস লিঃ কাজ করছেন। মোংলা-তামাবিল এবং মোংলা-বিবিরবাজার (কুমিল্লার স্থলবন্দর) রুটে ট্রায়ালের জন্য ট্রানজিট কার্গোটি বর্তমানে মোংলা বন্দরে অবস্থান করেছে। ACMP চু্ক্তির আওতায় বাংলাদেশ ভারতের মধ্যে পণ্য আমদানি রপ্তানির ট্রায়াল কার্যক্রম
শুরু হয়েছে। মার্কস লাইনের ২ টি কন্টেইনারের মধ্যে ১টি কন্টেইনারে ইলেক্ট্রোস্টিল কাস্টিংস লিমিটেডের ৭০ প্যাকেজে ১৬.৩৮০ টন লোহার পাইপ এবং
বিবিরবাজার-শ্রীমন্তপুর সীমান্ত পয়েন্ট ব্যবহার করে আসামের জন্য ও আরেকটি কনটেইনারে ২৪৯ প্যাকেজে ৮.৫ টন প্রিফোম নিয়ে জাহাজটি মোংলা বন্দরে এসে পৌঁছায়।

এ সময় মোংলা বন্দর জেটি পরিদর্শন করেন, ভারতের সহকারী হাইকমিশনার ইনডার জিত সাগর, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা ও উর্দ্ধতন কর্মকর্তাগণ।

স্ব.বা/ম

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *