তানোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও সর্বস্ব লুট

রাজশাহী লীড
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে বিয়ের প্রলোভন দেখিয়ে বিদেশ ফেরত লম্পট যুবক শাহিনের বিরুদ্ধে এক গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন ও সর্বস্ব লুটিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় গৃহবধূ বাদী হয়ে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, উপজেলার বাঁধাইড়  ইউনিয়নের (ইউপি) বৈদ্যপুর গ্রামে।
জানা গেছে, চলতি মাসের ২৮ আগস্ট বুধবার দুপুরে মুন্ডুমালা হাটে  বিয়ের দাবিতে ওই গৃহবধু শাহিনকে আটক করেন। এসময় সোহেল এসে ইউপি সদস্য সোহরাব আলীর মধ্যস্থতায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শাহিনকে উদ্ধার করে নিয়ে যায়। উপজেলার বাঁধাইড়  ইউনিয়নের (ইউপি)  বৈদ্যপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র শাহিন আলম। তিনি একই গ্রামের এক গৃহবধুকে বিয়ের প্রলোভন দিয়ে পরোকিয়া প্রেমের মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন এবং তার সর্বস্ব লুটিয়ে নিয়েছেন।
এদিকে শারীরিক সম্পর্ক স্থাপনের ফলে ওই গৃহবধু অন্তস্বত্তা হয়ে পড়ে। পরবর্তীতে শাহিনের নিকট আত্মীয় জনৈক সোহেলের মাধ্যমে ক্লিনিকে নিয়ে ওই গৃহবধুর গর্ভপাত ঘটানো হয়। সোহেলের মাধ্যমে ওই গৃহবধুর সঙ্গে শাহিনের পরোকিয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
এদিকে  ওই  গৃহবধুকে বিয়ে ও পাকা বাড়ি করে দেওয়ার স্বপ্ন দেখিয়ে শাহিন কয়েক দফায়  কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। কিন্তু গৃহবধূকে বিয়ে না করে শাহিন অন্যত্রে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। শুক্রবার শাহিনের বিয়ে সম্পূর্ণ হবে। এতে করে এমন খবর গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে গ্রামবাসী সোহেল ও শাহিনের কঠোর বিচার দাবি করেছেন।
এবিষয়ে জানতে চাইলে ভিকটিম গৃহবধু বলেন, আজ বৃহস্পতিবার থানায় শাহিনের বিরুদ্ধে অভিযোগ করেছি। এবিষয়ে জানতে চাইলে শাহিন আলম  অভিযোগ অস্বীকার করে বলেন, অনেক আগে ওই গৃহবধুর সঙ্গে তার সম্পর্ক ছিলো এখন নাই। তিনি বলেন, গ্রামে বসে এটা মিমাংসার কথা রয়েছে।
এবিষয়ে ইউপি সদস্য (মেম্বার) সোহরাব আলী ঘটনার সত্যতা শিকার করে বলেন, বুধবার বিকেলে আপোষ-মিমাংসায় বসার কথা ছিল, কিন্তু কোনো পক্ষই আসেনি। এবিষয়ে সোহেল বলেন, তিনি শাহিনের আত্মীয় তবে ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নাই। তার পরেও আমি ঘটনা মিমাংসার চেস্টা করছি।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *