স্টাফ রিপোর্টার: রাজশাহীর পদ্মায় নৌকাডুবির ঘটনায় প্রায় ২৮ ঘন্টা পর নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। গতরাত ১০ টার দিকে ২ জন এবং রাত ২.৩০ মিনিটের আরও ২ জনের লাশ উদ্ধার করা হয়।
নৌকাডুবির ঘটনা স্থল থেকে ২ কিলোমিটার দূরে ভাটিতে লাশগুলি ভেসে উঠে বলে জানিয়েছেন পবার হরিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য হুমায়ুন কবীর। তিনি বলেন, রাতে লাশগুলো ২ কিলোমিটার ভাটিতে ভেসে উঠেছিলো স্থানীয়রা সেগুলো উদ্ধার করে। আজ ৩ সেপ্টেম্বর সকালে নিজ এলাকায় তাদের জানাজা দেওয়া হয়েছে।
নৌকাডুবিতে নিহতরা হলেন, মাঝারদিয়ার গ্রামের এনামুল হকের ছেলে রাজু (২২), এন্তাজুল হকের ছেলে সবুজ (২০), আবুল কালামের ছেলে ফারুক (১৯) ও খলিলের ছেলে মোহাম্মদ আলী (৩৮)। নৌকার সব যাত্রী চরমাঝারদিয়ার গ্রামের বাসিন্দা।
উল্লেখ্য যে: রোববার (১ সেপ্টেম্বর) রাত আটটার দিকে পবা উপজেলার হরিপুর ইউনিয়নের চরমাঝারদিয়ার এলাকায় এই নৌকাডুবির ঘটনা ঘটেছিল। এই নৌকায় ১৬জন শ্রমিক ছিল। ১২ জন সাঁতরে পাড়ে উঠলেও চারজন নিখোঁজ ছিলেন।