বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা: সামসুন্নাহারকে হুমকিসহ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে ঘটনাসহ অধ্যক্ষের দূর্নীতির তদন্তে কমিটির গঠণের দাবি করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পূর্বে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন।
তিনি বলেন, একজন অধ্যক্ষকে তিনি হুমকি দিতে পারেন না। এমনকি কলেজের কোন হিসেব চাইতেও তিনি পারেন না। তিনি তার কার্যালয়ে বর্তমান প্রতিষ্ঠান পরিচালনার জন্য উপজেলা পর্যায়ে দলের শীর্ষ নেতা হিসেবে তার কাছে সহায়তার জন্য এসেছিলেন। তিনি তাকে সহায়তার আশ্বাস দিয়েছেন এবং কলেজের বিভিন্ন পরিস্থিতি জানতে চেয়েছেন মাত্র। তবে অধ্যক্ষ সামসুন্নাহার বিএনপির বহিস্কৃত নেতাদের প্ররোচনায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ করেছেন দািব করে মোশাররফ বলেন, অধ্যক্ষের পুরো পরিবার আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। দীর্ঘ ১৭ বছর পরিচালনা কমিটিতে পরিবারতন্ত্রের মাধ্যমে কলেজটিতে নানা অনিয়ম ও দূর্নীতি করেছেন। এসব দূর্নীতি ও তার ঘটনা তদন্তে প্রশাসনের কাছে কমিটি গঠনের দাবি তুলেছেন। এদিকে মোশাররফ হোসেন আরো দাবি করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতনের পর বাগাতিপাড়া উপজেলা সবচেয়ে বেশি শান্তিপূর্ন রয়েছে। কেউ কোন অযুহাত তুলে শান্তি বিনষ্ট করার চেষ্টা করলে ছাড় দেবেনা স্থানীয় বিএনপি।
এদিকে এর আগে এদিন দুপুরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা: সামসুন্নাহার একটি অনলাইন পোর্টালকে দেওয়া সাক্ষাতকারে উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেনের বিরুদ্ধে তাকে হুমকি দেওয়ার অভিযোগ করেন। এঘটনায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি অভিযোগ করে বলেন, অধ্যক্ষকে দলীয় কার্যালয়ে ডেকে তাকে কড়া ভাষায় এ যাবত কলেজের সব হিসাব-নিকাশ চান এবং তার মনোনীত ব্যক্তিকে কমিটিতে রাখার নির্দেশ দেন। এ ঘটনায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ রেজাউল করিম বলেছেন, ওই অধ্যক্ষকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হলে প্রাথমিক ভাবে তার ইসিজি করা হয়। তাতে তার রিপোর্ট খারাপ এসেছে। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।