তানোরে শিক্ষক কর্মচারী কল্যান সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে আইয়ুব সভাপতি হাবিব সম্পাদক 

রাজশাহী
তানোর প্রতিনিধি: রাজশাহী তানোরে মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে নারায়নপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী সভাপতি ও কালীগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মিজানুর রহমান পারভেজ সহসভাপতি,  চাঁদপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান হবিব সম্পাদক এবং জুমারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল আমিন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার সকালের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে ও মিজানুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তানোর পৌরসভার সাবেক মেয়র জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি চাপড়া স্কুলের প্রধান শিক্ষক জিল্লুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষক সমিতির সাবেক সম্পাদক আকচা স্কুলের প্রধান শিক্ষক আসলাম উদ্দিন,  সেক্রেটারি ডিএম আক্কাস আলী, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, মুন্ডুমালা পৌর জামায়াতের আমীর প্রভাষক আনিসুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মুর্তজা, সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম, কামারগাঁ ইউপি বিএনপির সভাপতি প্রভাষক জাহিদ হোসেন, পাচন্দর ইউপি বিএনপির সভাপতি প্রভাষক মজিবুর রহমান, বিএনপি নেতা ওবায়দুর মোল্লা,  পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুর মোল্লা, পৌর যুবদল নেতা আবুল কাশেম, আতিকুর রহমান লিটন প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দু ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *