রাজশাহীতে বিস্ফোরণ মামলার ৬ জন আসামি গ্রেফতার

রাজশাহী

স্বদেশ বাণী ডেস্ক: রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনাসহ বিভিন্ন সময়ের বিস্ফোরক মামলার ৬ আসামি গ্রেপ্তার হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: সোহলে রানা (৩২), মো: তৌহিদুল ইসলাম বুলবুল (৩০), মো: আল মামুন (৫১), মো: শরিফুল ইসলাম বিপ্লব (৩৪), মো: শরিফুল ইসলাম (৪০),  মো: গোলাম মোস্তফা (৬০)।  সোহেল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আলতাফের ছেলে, তৌহিদুল ইসলাম শাহমখদুম থানার ভুগরইল গ্রামের মো: বজলুর রহমানের ছেলে, আল মামুন একই থানার উত্তর নওদাপাড়ার মৃত গোলাম মোর্তুজার ছেলে, শরিফুল ইসলাম বিপ্লব বড় বনগ্রাম শেখপাড়ার মো: আলম সরকারের ছেলে, শরিফুল ইসলাম পবা থানার দাদপুরের মৃত নইমুদ্দিনের ছেলে ও গোলাম মোস্তফা বেলপুকুর থানার ভড়ুয়াপাড়ার মৃত খায়রুদ্দিনের ছেলে।

গতকাল ৯ নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া, শাহমখদুম, পবা ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর বিভিন্ন স্থান থেকে আসামিদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *