মোঃ রওশন আলম,মান্দা,নওগাঁ: নওগাঁ মান্দায় মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা,কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়ার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় জনাব মোঃ শাহ আলম মিয়া, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মান্দা, নওগাঁর সভাপতিত্বে ও মোঃ আঃ লতিফ উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসারের সঞ্চালনায়
বিশেষ অতিথি শারমিন জাহান লুনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মান্দা,সেখ শাহ আলম মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মোঃ বেদারুল ইসলাম অধ্যক্ষ মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজ, মোঃ আঃ গফুর রেবা আক্তার আলিম মাদ্রাসা, মোঃ গোলাম সারওয়ার স্বপন প্রধান শিক্ষক সাহাপুর ডিএ উচ্চ বিদ্যালয়,সহ মান্দা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনেরা উপস্থিত ছিলেন।
নবাগত ইউএনও তার বক্তব্যে বলেন, আমি আপনাদের শিক্ষা পরিবার নিয়ে শিক্ষক ও শিক্ষার মানসহ বিদ্যালয় ভবন উন্নয়নে কাজ করতে চাই। এছাড়াও মান্দা উপজেলার বিভিন্ন উন্নয়ন করে মান্দা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আসাবাদ ব্যক্ত করেছেন।