রাসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার আজিম আহমেদ

রাজশাহী

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, এনডিসি। সোমবার (২ ডিসেম্বর) অপরাহ্নে রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এর বদলিজনিত কারণে নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বিভাগীয় কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে রাসিক প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের (প্রেষণ-১ শাখা) ২৬ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখের ০৫.০০.০০০০.১৩২.১৯.০০৪.২৪ (অংশ-১) এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের (মাঠ প্রশাসন-২ শাখা) ২৬ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখের ০৫.০০.০০০০.১৩৯.০৮.০১১.২-৫৫০ বদলি/পদায়নের পরিপ্রেক্ষিতে গত ২ ডিসেম্বর সোমবার অপরাহ্নে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে দায়িত্ব অর্পণ ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মোবারক হোসেনসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *