বগুড়া সংবাদদাতা: বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুরে পরিবেশগত ছাড়পত্র না থাকায় তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করাহয়েছে।
পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালত এ জরিমানা করে।জানা যায়, বুধবার বিকেলে শেরপুর উপজেলার মির্জাপুরে মেসার্স কোয়ালিটি ব্রিকস, মেসার্স এল এস বি ব্রিকস এবং মেসার্স হিমু (এম এইচ বি) ব্রিকস নামক তিনটি ইটভাটায় অভিযান পরিচারনা করা হয়।
এতে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ। এসময় ওই তিনটি ইটভাটার ছারপত্র না থাকায় সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ জানান,পরিবেশগত ছাড়পত্র না থাকায় তিনটি ইটভাটায় জরিমানা করা হয়েছে।
এছাড়া অ’বৈধ ইটভাটা বন্ধে, পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট তৈরির নির্দেশনা প্রদান করা হয়।অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর বগুড়ার পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন ও মাহমুদুল হাসানসহ পুলিশ সদস্যরা।