জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকার সীমান্তের কাছে একটি মহাসড়কে যাত্রীর সঙ্গে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে যাত্রীবাহী বাসে আগুন লেগে যায়। এতে বাসের ৪২ যাত্রী নিহতের খবর পাওয়া গেছে।
খবরে বলা হয়, জিভিস্বাবানে থেকে বাইতব্রিজে যাওয়ার পথে ফিলাবুসি টউনে বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে।
শুক্রবার দেশটির ওই প্রদেশে এমন হতাহতের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।
বার্তা সংস্থা এএফপিকে পুলিশের মুখপাত্র চ্যারিটি চারাম্বা বলেন, ‘এই মুহূর্তে আমরা জানি ৪২ জনের বেশি মানুষ মারা গেছেন। ‘ তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
দেশটির সরকারি পত্রিকা বলছে, এক যাত্রীর সঙ্গে থাকা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে নিহত ছাড়াও অনেকে আহত হয়েছে।
পুড়ে যাওয়া গাড়িটির ছবি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ব্রডকাস্টিং করপোরেশন।