স্টাফ রিপোর্টার: রাজশাহীর তেরখাদিয়া পশ্চিমপাড়ায় মেসার্স আলহাজ্ব আরশাদ মন্ডল এন্টারপ্রাইজ এর আরও একটি নতুন শো রুমের উদ্বোধন করা হয়েছে। আজ ৭ ফেব্রুয়ারী বাদ মাগরিব তেরখাদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত এই শো রুমের উদ্বোধন করা হয়।
কয়েকশ মুসল্লী ও মাদরাসার ছাত্রদের দোয়া ও মোনাজাতের মাধ্যমে এই শো রুমের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রোপাইটর ও স্বত্বাধিকারী মো: ওমর ফারুক। দোয়া মাহফিলে প্রতিষ্ঠানটির আরেকজন উদ্যোক্তা গাওসুল আজম উপস্থিত ছিলেন। এসময় আরশাদ মন্ডল পরিবারের সদস্যগনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দোয়া মাহফিলে অংশ নেন।
আলহাজ্ব আরশাদ মন্ডল এন্টারপ্রাইজ হার্ডওয়্যার, স্যানিট্রেশন ও রড সিমেন্ট এর পাইকারি ও খুচরা বিক্রেতা হিসেবে ইতিমধ্যে সুনাম অর্জন করেছে। সততা ও নিষ্ঠার মাধ্যমে গ্রাহক সেবা নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। যার কারনেই অল্প সময়েই নতুন আরও একটি শো রুমের প্রোয়োজন হয়েছে বলে মনে করছে সাধারণ ক্রেতা ও এলাকাবাসী।