বাগাতিপাড়ায় পুরুষ প্রজাতির নীলষাঁড় উদ্ধার

রাজশাহী

ফজলুর রহমান,বাগাতিপাড়া(নাটোর): নাটোরের বাগাতিপাড়ায় দয়ারামপুর ইউনিয়নের শেখপাড়া এলাকায় বিরল প্রজাতির একটি নীলষাঁড় উদ্ধার করেছে স্থানীয়রা।

শনিবার দুপুরে ওই নীলষাঁড় আটক করে স্থানীয় সালাম মেম্বারের বাড়িতে বেঁধে রাখে তারা। স্থানীয়রা জানান, ঘটনার দিন বেলা ১১ টার দিকে ওই ইউনিয়নের চাঁদপুর এলাকার একটি জঙ্গলের মধ্য থেকে ওই ষাঁড়টি বের হতে দেখে স্থানীয় কয়েকজন। হঠাৎ করে এরকম প্রানী দেখে তারা ভিত হয়ে যান। পরে স্থানীয় আরো কয়েকজন দেখে এটি নীল গাই বলে সনাক্ত করতে সক্ষম হন।

পরের স্থানীয়রা নীলষাঁড় আটক করার চেষ্টা করলে সে দৌড় দেয়। পরে প্রায় পাঁচ কিলোমিটার দৌড়ে তিন ঘন্টার প্রচেষ্টায় গাইটিকে আটক করতে সক্ষম হয় স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং নীলষাঁড় এক ঝলক দেখতে সকলে ভিড় জমান। পরে নীলষাঁড় বাগাতিপাড়া মডেল থানা পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

বাগাতিপাড়া প্রানী সম্পদ কর্মকর্তা আবু হায়দার বলেন, স্থানীয়রা এটাকে আটকের পর আমাকে খবর দেয় সেখানে নীলগাই আটক হয়েছে,বাস্তবতায় চট্টগ্রাম -বান্দরববনে এটা নীলগাই নামে পরিচিত হলেও এটা পুরুষ ও নারী জাঁতের হয়ে থাকে, বাগাতিপাড়া তে আজকে যেটা উদ্ধার করা হয়েছে সেটা নীলষাঁড় জাতের বন্যগোয়াল।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ নীলষাঁড় উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আমরা রাজশাহী বন বিভাগের সাথে যোগাযোগ করেছি। তারা আসলে আমরা তাদরে হাতে তুলে দিব।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *