বাগাতিপাড়ার দয়ারামপুর ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়েছে ছাত্র ও বিক্ষুব্ধ জনতা

রাজশাহী

বাগাতিপাড়া(নাটোর)সংবাদদাতাঃ নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুর ইসলাম মিঠুর কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা।এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী কিছু চেয়ার ও চেয়ারম্যানের নেমপ্লেট সহ আসবাবপত্র ভাঙচুর করে।চেয়ারম্যান মাহবুর ইসলাম মিঠু বিরুদ্ধে সরকারি কাজে পক্ষপাতিত্ব, ক্ষমতার অপব্যবহার ও সরকারের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ করেন বিক্ষুব্ধরা। রবিবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সারাদেশে আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র ও কর্মকান্ডের প্রতিবাদে পূর্ব ঘোষিত একটি বিক্ষোভ মিছিল রবিবার দুপুরে দয়ারামপুর বাজার প্রদক্ষিণ করে। মিছিলটি দয়ারামপুর ইউনিয়ন পরিষদ অতিক্রম কালে চেয়ারম্যান মাহাবুর ইসলাম মিঠুর সমর্থকরা উস্কানিমূলক কথাবাত্রা বললে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় মিছিলে থাকা বিক্ষুব্ধ এলাকাবাসী ইউনিয়ন পরিষদে মিঠুর রুমে তালা ঝুলিয়ে যায়। এছাড়া তার নেমপ্লেট টি ভেঙে দেয়। এসময় সেখানে থাকা কিছু আসবাবপত্র ভাঙচুর করা হয় ‌। তবে সে সময় কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মিঠু ছিলেন না। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহ্বায়ক মোনায়েম ইসলাম রুমী জানান, চেয়ারম্যান মিঠু ওই কার্যালয়ে বসে সরকার বিরোধী নাশকতা সৃষ্টির জন্য দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সময়ে মিটিং করেন। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে সরকারি সুবিধা সমমন না করে দলীয় কর্মীদের মাঝে ভাগ বাটোয়ারা করেন। এ নিয়ে জনরোষের সৃষ্টি হওয়ায় এ ঘটনা ঘটেছে। তিনি জনগণকে সঠিক সেবা দেওয়ার আহবান জানান।
ইউনিয়ন পরিষদের কর্মরত সচিব অনুপ কুমার চক্রবর্তী জানান, আমি বাজার থেকে পরিষদের আসা পথে স্থানীয় কিছু লোকজন আমাকে সেখানে থামতে বলে, পরবর্তীতে আমি দেখলাম ইউনিয়ন পরিষদ থেকে একটি মিছিল বের হয়ে যাচ্ছে, তারপর আমি পরের সাথে ঢুকলাম এসে দেখলাম কিছু চেয়ার টেবিল ভাঙ্গা, ইতিমধ্যে সেনাবাহিনী ও বাগাতিপাড়া মডেল থানার ওসি সহ সঙ্গীও ফোর্স প্রবেশ করে, এবং তালা খোলে জনগণের সেবা কার্যক্রম অব্যাহত রাখতে সহযোগিতা করেন।

এদিকে বাগাতিপাড়া মডেল  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্ররা সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হলে পরিষদের বাইরে থাকা কয়েকটি চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে কেউ আহত বা সরকারি সম্পদের কোন ক্ষতি হয়নি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে ।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *