স্টাফ রিপোর্টার: ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহীর সেমিনার কমিটির সার্বিক তত্তাবধানে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। মহাগ্রন্থ আল-কোরআন তিলাওয়াতের মাধ্যমে সেমিনারের সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ কাজী মহিউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসপাতালের ডাইরেক্টর(ভারপ্রাপ্ত) প্রফেরস ডাঃ আল-মামুন-অর-রশীদ, প্রফেসর ডাঃ পারভীন সুলতানা, প্রফেসর ডাঃ মোঃ আবু বকর সিদ্দিক, প্রফেসর ডাঃ নাজমা আরা, প্রফেসর ডাঃ মোঃ লতিফুর রহমান, প্রফেসর ডাঃ মোঃ নুরুল ইসলাম, প্রফেসর ডাঃ মোঃ এমদাদুর রহমান, প্রফেসর ডাঃ মোসাঃ লায়লা আক্তার, প্রফেসর ডাঃ আনজুমান আরা আক্তার, প্রফেসর ডাঃ আব্দুল খালেক, প্রফেসর ডাঃ মোঃ আব্দুর রশিদ, প্রফেসর ডাঃ ফাতেমা সিদ্দিকা, প্রফেসর ডাঃ আবেদা খাতুন, প্রফেসর ডাঃ মোঃ হাফিজুর রহমান, ডাঃ নাসরিন বেগম ডটি, ডাঃ মোঃ হারুন-অর-রশীধ, ডাঃ ফরিদা ইসলাম ডাঃ মোঃ মফিজুল ইসলাম, ডাঃ আব্দুল্লাহ আল কাফী, ডাঃ সাইমা হক, ডাঃ মেহজাবিন তাসকিন খান সহ প্রমুখ।
সাইন্টিফিক সেমিনারের প্রধান মেহমান জাপান থেকে আগত চিকিৎসা বিজ্ঞানী ডাঃ শেখ মোহাম্মদ ফজলে আকবর আন্তজার্তিক মানের একটি সুন্দর সেমিনার উপহার প্রদান করেন। যা ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের সকল শিক্ষক, চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকদের অনুপ্রেরণা হয়ে থাকবে। বর্তমান পৃথিবীতে হেপাটাইটিস বি রোগের চিকিৎসার সর্বশেষ অবস্থা সেমিনারে উপস্থাপন করেন এবং উপস্থিত চিকিৎসকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
অনুষ্ঠনের প্রধান অতিধি ও কলেজে অধ্যক্ষ উপস্থিত ডাক্তারদের উদ্দেশ্যে বলেন আজকের সেমিনারের মূল বিষয় থেকে যে শিক্ষা আমরা পেলাম তা যেন আমাদের শিক্ষা জীবনে কাজে লাগাতে পারি তার আহবান জানান। সেমিনার থেকে শিক্ষাগুলো নিজ জীবনে ও ছাত্র-ছাত্রীদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানান। তিনি সুন্দর একটি সেমিনার উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। অধ্যক্ষ মহোদয় জাপানি চিকিৎসা বিজ্ঞানীকে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে আবারও আমন্ত্রণ জানান।