তানোরে দলিল লেখকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা 

রাজশাহী
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার সাব রেজিস্ট্রি অফিসে নিয়োজিত দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার চর্চা, সুশাসন ও জবাবদিহিতা জোরদার করণে অভ্যন্তরীণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাব রেজিস্ট্রি অফিসের আয়োজনে ও অফিস চত্বরে অনুষ্ঠিত হয় কর্মশালা। এতে প্রশিক্ষক হিসেবে দলিল রেজিস্ট্রি বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন তানোর উপজেলার সাব রেজিস্ট্রার ইয়াসির আরাফাত, গোদাগাড়ী উপজেলার সাব রেজিস্ট্রার সাদেকুর রহমান, দূর্গাপুর  সাব রেজিস্ট্রার নাজমুল হোসাইন প্রমুখ।
এসময় সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী সাফিরন নেসা, দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, সম্পাদক গোলাম রাব্বানী, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব খাইরুল ইসলাম, ওবাইদুর রহমান দুলাল, আকতার হোসেন, আলহাজ আকরাম আলী, কোষাধ্যক্ষ সোহেল রানা, আব্দুর রাজ্জাক, সিদ্দিক হোসেন, আলহাজ্ব ফয়েজ উদ্দিন, মাকসুদুজ্জামান টুটুল, আল আমিন, আব্দুল ওহাব, আলহাজ্ব ওমর আলী, আব্দুস সালাম, দেলোয়ার হোসেন, পলাশ, শংকর, মুনজুর রহমান, ফরাদ হোসেন, সাইদ সাজু, মনিরুজ্জামান মনি, আব্দুস সবুর, সারোয়ার হোসেন, আলিফ হোসেন, আনোয়ার পারভেজ বাবু, আব্দুস সামাদ, জালাল উদ্দীন, অফিস স্টাপ শাহাদাত হোসেন, নকল নবিস জাহাঙ্গীর আলম, আব্দুল খালেক প্রমুখ। অতিথিদের আগমনে ফুলেল শুভেচ্ছা জানান অফিস সহকারী সাফিরন নেসা, সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ।
প্রশিক্ষণে প্রশ্নপত্রের মাধ্যমে ২০ মিনিট পরিক্ষা নেয়া হয়। এসময় অফিসের কর্মকর্তা কর্মচারী, দলিল লেখক ও নকল নবিসরা উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *