জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ: নিত্য প্রয়োজনীয় পণ্যের মুল্যবৃদ্ধি সহনীয় পর্যায় রাখার দাবিতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে, দ্রত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ১২ ফেব্রুয়ারি ( বুধবার) ইসলামীয়া কলেজ মাঠ ময়দানে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ উপলক্ষে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা, থানা, পৌর ইউনিট থেকে ব্যানার ফ্যাস্টুন নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হতে দেখা যায় বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল সহ অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের । সমাবেশ সফল করতে আশা নেতাকর্মীদের মধ্য থেকে লক্ষ্য করা যায় সিরাজগঞ্জ – ৬ (শাহজাদপুর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ মুহিত এর হাজারো নেতাকর্মীদের বিশাল মিছিল।
হাতে দলীয় নেতা শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তাদের প্রিয় নেতা এম এ মুহিত এর হাজারো ব্যানার, ফ্যাস্টুন নিয়ে স্লোগানে মুখরিত করে তলে সমাবেশস্থল। যা অনুষ্ঠানের মধ্য ব্যাপক উৎসাহর সারাফেলে। দীর্ঘদিন পরে ব্যাপক উৎসাহ নিয়ে তার নেতাকর্মীদের সমাবেশে অংগ্রহণের বিষয় জানতে চাইলে এম, এ মুহিত বলেন, ফ্যাসিবাদের পতন এর পর মানুষ তার মনোভাব স্বাধীনভাবে প্রকাশ করতে পারছে। দেশের মানুষ এখন অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।
জনাব মুহিত আরো বলেন, জনগণের ভোটের মাধ্যমে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। সিরাজগঞ্জ -৬ শাহজাদপুর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে সেই বাংলাদেশ গড়ার সুযোগ দিলে আমি আমার সততা, মেধা, রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে শান্তির নগরী শাহজাদপুর গড়ে তুলবো।
শাহজাপুরের বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বলেন, ফ্যাসিস্ট হাসিনার সময়ে যখন আমাদের নেতাকর্মীর মামলা হামলায় জর্জরিত ছিল তখন আমাদের পাশে থেকে আন্দোলন সংগ্রামে অংশ গ্রহন করে আমাদের সাহস দিয়াছে এম এ মুহিত ভাই।
উল্লেখ উক্ত সমাবেশে জেলা বিএনপির সভাপতি জনাবা রুমানা মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা নজরুল ইসলাম খান।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিভাগীয়, জেলা, বিভিন্ন উপজেলা, পৌর বিএনপি, অংগ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।