মোঃ রওশন আলম,মান্দা,নওগাঁ- বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের ল জনমত গঠনের লক্ষ্যে নওগাঁর মান্দায় জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেল ৪ টায় কশব ইউনিয়নের ভোলাগাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, কশব ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহসভাপতি আবুল কাশেম।
মতবিনিময় সভায় প্রধান অতিথি উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান, ড্যাব-নওগাঁ জেলার সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি মান্দা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুকুল, সাবেক ইউপি চেয়ারম্যান আজিমুদ্দিন সরদার, সাইদুর রহমান মোল্লা, জালাল উদ্দিন সাহানা , যুবদল নেতা আল মামুন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম,কলেজ শিক্ষক সমিতির সভাপতি মহসিন আলী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, স্থানীয় বিএনপি নেতা শাজাহান আলী মাঝি, সাহার আলী, নুরুল ইসলাম, মতিউর রহমান,হারুন অর রশিদ, আনিছার রহমান প্রমুখ।