বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ কিন্ডারগার্ডেন সোসাইটি বাগাতিপাড়া উপজেলা শাখার আয়োজনে নবম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ওই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডার গার্ডেন সোসাইটি বাগাতিপাড়া শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় ও কিন্ডারগার্ডেন সোসাইটির সভাপতি মোহাম্মদ আবুল অধ্যাপক আব্দুল মহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্ডেন সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি আব্দুল ওয়াহেদ।
এছাড়াও বাগাতিপাড়ায় বাংলাদেশ কিন্ডারগার্ডেন সোসাইটি আওতায় অন্তর্ভুক্ত ৯ টি কেজি স্কুলের শিক্ষক/শিক্ষিকা, অভিভাবকরা উপস্থিত ছিলেন।