বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে উপজেলা কমিটি গঠণ করা হয়েছে।
শনিবার বিকালে পেড়াবাড়িয়া দাখিল মাদরাসার হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রত্যক্ষ ভোটে আব্দুল আজিজ লাবু সভাপতি এবং আব্দুস সবুর বুলবুল সেক্রেটারি পদে পুনঃনির্বাচিত হয়েছেন। সম্মেলনে ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠণ করা হয়। ফেডারেশনের নাটোর জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি থেকে নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান।
আব্দুল আজিজ লাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা একেএম আফজাল হোসেন, নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদ, পৌর শাখার আমির গোলাম মোস্তফা প্রমুখ।