পবা সংবাদদাতা: নাশকতার মামলায় আদালতে জামিন নিতে গিয়ে জামিন নামঞ্জুর হয়ে কারাগারে জেতে হলো পবা উপজেলায় বড়গাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহাদাত হোসাইন সাগর।
নাশকতার মামলায় আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
সাগর গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হয়ে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হন।
শাহাদাত হোসাইন সাগর বড়গাছী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং তার বাবা পবা উপজেলা যুবলীগের সভাপতি এমদাদুল হকের ছেলে।
সাগরের জামিন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠালে এলাকায় আনন্দে মিষ্টি বিতরণ করা হয়।