মাহবুবুজ্জামান সেতু, মহাদেবপুর(নওগাঁ): “ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন, আল্লাহর হুকুমাত হবে না কায়েম যতদিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহাদেবপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার জাহাঙ্গীর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহাদেবপুর উপজেলা শাখা’র সেক্রেটারি শেখ সাজ্জাদুল ইসলাম বাবু’র সঞ্চালনা ও উপজেলা আমীর আঃ আজিজ সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহ সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ ৪৮ নওগাঁ- ৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওঃ মোঃ মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ ৩ এর আসনের নির্বাচনী পরিচালক ও জেলা বায়তুল মাল সেক্রেটারি অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, সেক্রেটারী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নওগাঁ জেলা সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহাদেবপুর উপজেলা শাখার নায়েবে আমির ও যুব বিভাগের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম,নায়েবে আমির আলহাজ্ব ইউসুফ আলী সোনার,সাবেক উপজেলা জামায়াতের আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নওগাঁ জেলা সহ-সভাপতি শহিদুল ইসলাম ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহাদেবপুর উপজেলা শাখার সাংগঠনিক ও প্রচার সম্পাদক হারুনুর রশিদ,সহ-সেক্রেটারি হাফেজ মাওলানা আরিফ উদ্দিন মোল্লা প্রমূখ।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছি উপজেলা শাখা’র আমীর ইয়াছিন আলী ও সেক্রেটারি আহসান হাবীব, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বদলগাছি উপজেলা শাখার সভাপতি আঃ সামাদ প্রমূখ।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহাদেবপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড শাখার বিভিন্ন পর্যয়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে জাহাঙ্গীর মডেল উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে এর সমাপ্তি ঘোষনা করা হয়।